টুকরো খবর
সোনার বিস্কুট পাচারকারী ধৃত
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সোনা বাজেয়াপ্ত হল এক বিমানযাত্রীর কাছ থেকে। গত বৃহস্পতিবার পায়ুদ্বারে দেড় কিলোগ্রাম সোনা নিয়ে কলকাতায় এসে ধরা পড়েছিলেন শ্রীলঙ্কার এক যুবক। মঙ্গলবার গভীর রাতে দিল্লির এক ব্যক্তি একই পদ্ধতিতে সোনা নিয়ে আসেন কলকাতায়। তাঁর সম্পর্কে আগেই খবর ছিল শুল্ক দফতরের কাছে। শুল্ক দফতর সূত্রের খবর, করতার সিংহ (৫৩) নামে দিল্লির ওই ব্যক্তির থেকে ২৮ লক্ষ টাকা মূল্যের এক কিলোগ্রাম সোনা মিলেছে। বিমানবন্দর সূত্রের খবর, ৬টি সোনার বিস্কুট ছিল তাঁর কাছে।

এক কেজি ওজনের সোনা মিলল এক বিমানযাত্রীর কাছ থেকে।
তিনটি করে বিস্কুট প্যাকেটে মোড়া ছিল কার্বন পেপার দিয়ে। তাতে এক্স-রে মেশিনে সহজে ধরা পড়ে না সোনা। কার্বন পেপারের উপরে ছোট প্লাস্টিক মুড়ে তাতে জেলি জাতীয় পদার্থ (লুব্রিকেন্ট) লাগিয়ে কন্ডোমের ভিতরে ঢোকানো হয়েছিল। দু’টি কন্ডোম জোর করে পায়ুদ্বারে ঢোকানো হয়। মঙ্গলবার রাত থেকেই করতারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন শুল্ক অফিসারেরা। বুধবার দুপুরে তাঁর পায়ুদ্বার থেকে মেলে সোনা। গ্রেফতার হয়েছেন করতার।

কন্ডাক্টর ‘প্রহৃত’
বেসরকারি বাসের এক কন্ডাক্টরকে মারধর করার অভিযোগ উঠল আরপিএফ-এর কয়েক জন জওয়ানের বিরুদ্ধে। পুলিশ জানায়, বৃহস্পতিবার আর জি কর রোড থেকে আরপিএফ-এর চার-পাঁচ জন জওয়ান উল্টোডাঙায় যাওয়ার জন্য বাসে উঠছিলেন। তাড়াতাড়ি বাস ছেড়ে দেওয়ায় এক জওয়ান প্রথমে উঠতে পারেননি। অভিযোগ, কিছু দূর যাওয়ার পরে কয়েক জন জওয়ান কন্ডাক্টরকে মারধর করে বাস থামান। সেই সময়ে ওই জওয়ান দৌড়ে এসে বাসে ওঠেন। বাস কেন ওই জওয়ানকে ফেলে রেখে এগিয়ে গিয়েছিল, তার জবাব চেয়ে কন্ডাক্টরকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। কন্ডাক্টর পরে উল্টোডাঙা থানায় আরপিএফ-এর অজ্ঞাতপরিচয় পাঁচ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, ওই জওয়ানদের খোঁজ চলছে।

কলকাতায় আবাসন পরিষদীয় সচিবদেরও
মন্ত্রীদের মতো যে-সব পরিষদীয় সচিব কলকাতার বাইরে থাকেন, তাঁদের জন্য শহরে আবাসন বরাদ্দ করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সহায়তা করার জন্যই গত বছর ১৪ জন বিধায়ককে পরিষদীয় সচিবের পদে নিয়োগ করা হয়েছিল। মুখ্যসচিব সঞ্জয় মিত্রের জারি করা নির্দেশে বলা হয়েছে, যত দিন তাঁরা পরিষদীয় সচিবের পদে থাকবেন, তত দিন বিনা ভাড়ায় ওই আবাসন ব্যবহার করতে পারবেন। মেয়াদের পরে বাড়ি ছাড়ার জন্য তাঁদের ১৫ দিন সময় দেওয়া হবে। পরিষদীয় সচিবেরা আনুষ্ঠানিক ভাবে মন্ত্রগুপ্তির শপথ না-নিলেও তাঁদের প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। নিউ সেক্রেটারিয়েটে বসার ঘর দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেককেই। এত দিন পৃথক সরকারি আবাসন না-পেলেও বিধায়ক হিসেবে তাঁরা কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে থাকতে পারতেন। এ বার মন্ত্রীদের মতো তাঁরা সাজানো আবাসন পেতে চলেছেন।

শহরে ষাঁড় নিয়ে মিছিলের ডাক
খাস কলকাতা শহরে খুন, অপহরণ, ধর্ষণের সংখ্যা বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য তেমনই বলছে। কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের আক্রমণ করছেন, মাওবাদী তকমা দিচ্ছেন! এর প্রতিবাদে আগামী ২৯ জুন শহরের রাজপথে ষাঁড় নিয়ে অভিনব মিছিলের ডাক দিল ফরওয়ার্ড ব্লকের যুব লিগ! সংগঠনের তরফে অনির্বাণ চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বুধবার বলেছেন, “মুখ্যমন্ত্রীর লাল-আতঙ্ক হয়েছে! তাই আমরা এমন প্রাণীকে নিয়ে আসব, যার লাল দেখলে আতঙ্ক হয়! পুলিশের কাছ থেকে এমন মিছিলের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না।”

আইনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
সাউথ ক্যালকাটা ল’ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে, তিলজলা থানার চৌবাগায়। মৃতের নাম দর্জি তেসে ওয়ান (২৩)। তিনি ভুটানের বাসিন্দা। পুলিশ জানায়, একটি ফ্ল্যাটে ওই যুবক তাঁর এক বান্ধবীর সঙ্গে ভাড়া থাকতেন। এ দিন ল্যাপটপে কাজ করার সময়ে ওই যুবক আচমকা অসুস্থ হয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই যুবক প্রায়ই গ্যাস্ট্রিক-এ ভুগতেন। এ দিন তিনি কোনও খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কি না, পুলিশ তদন্ত করে দেখছে।

মৃতদেহ উদ্ধার
গঙ্গা থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায়। মৃতার নাম আখতারি খাতুন (২১)। তিনি ওয়াটগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন ভোর থেকেই আখতারি নিখোঁজ ছিলেন। দুপুরে কাশীপুর থানা থেকে খবর পেয়ে সাধুঘাটে পৌঁছয় রিভার ট্রাফিক পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান তাঁরা। কী ভাবে ওই তরুণী নদীতে পড়ে গেলেন, পুলিশ খতিয়ে দেখছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.