ভারতে বাণিজ্য কতটা মুক্ত, প্রশ্ন মার্কিন শিল্পমহলে |
কেন্দ্রের সাম্প্রতিক নীতি এবং আদালতের বিভিন্ন রায় ভারতে মুক্ত বাণিজ্যের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে অভিযোগ করল মার্কিন শিল্পমহল। বারাক ওবামার দেশের শিল্পমহলের বড় অংশের দাবি, এক বছর ধরেই কেন্দ্রীয় সরকার ও আদালত একের পর এক এমন পদক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য নীতির পরিপন্থী। অভিযোগ, কখনও মেধা সম্পদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। কখনও আমদানি রুখতে কর বসিয়ে বা অন্য কোনও ভাবে পাঁচিল তোলা হচ্ছে এ দেশে বিক্রির জন্য আসা মার্কিন পণ্যের সামনে। অনেক সময়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পণ্য কেনার শর্ত। ফলে মার খাচ্ছে মার্কিন উৎপাদন শিল্প। ধাক্কা খাচ্ছে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও। এই সমস্যার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে চিঠি দিয়েছিল শিল্পমহল। উদ্বেগ প্রকাশ করে সেখানের রাজনৈতিক মহলও। তার পর বুধবারই মার্কিন প্রশাসনকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে আর্জি জানিয়েছে তারা। দাবি, আগামী সপ্তাহের ভারত সফরেই এ নিয়ে দিল্লির সঙ্গে আলোচনায় বসুন মার্কিন বিদেশ সচিব জন কেরি।
|
অতুল সিংহ কোকা কোলার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (ভারত-সহ) ডেপুটি প্রেসিডেন্ট হচ্ছেন ১ জুলাই থেকে। বেঙ্কটেশ কিনি ভারত ও দক্ষিণ- পশ্চিম এশিয়ায় সংস্থার ডেপুটি বিজনেস ইউনিট প্রেসিডেন্ট হয়েছেন। |