তালিবান প্রশ্নে আমেরিকাকে তোপ
আলোচনা বন্ধ ক্ষুব্ধ কারজাইয়ের
শঙ্কা সত্যি করেই তালিবানের শান্তি আলোচনার প্রস্তাবের ২৪ ঘণ্টার মধ্যেই দেখা দিল অনিশ্চিতের বাতাবরণ।
প্রথমত, দোহায় তালিবানের দফতর খোলার পিছনে বিদেশি (পড়ুন মার্কিন) মদতের অভিযোগ তুলে হামিদ কারজাইয়ের সরকার জানিয়ে দিল, একমাত্র আফগান কর্তৃপক্ষের নেতৃত্বে শান্তি আলোচনা হলেই তারা ওই বৈঠকে বসবে। আমেরিকার সঙ্গে তাঁর সরকারের দ্বিপাক্ষিক শান্তি আলোচনাও স্থগিত করে দিয়েছেন ক্ষুব্ধ কারজাই। ২০১৪-য় সরকারি ভাবে ন্যাটোর অভিযান শেষের পরেও আফগান সরকারকে সহায়তা দিতে মার্কিন সেনা এ দেশে থাকবে কি না, সেটাই ছিল এই দ্বিপাক্ষিক আলোচনার মূল প্রতিপাদ্য।
দ্বিতীয়ত, দোহায় দফতর খোলার কথা ঘোষণার পরেই গত রাতে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে তালিবানের জোড়া রকেট হানায় নিহত হয়েছেন চার জন মার্কিন সেনা। যে ঘটনার পর কাতার থেকে তালিবানের অন্য এক মুখপাত্র (গত কাল শান্তি আলোচনার কথা বলেছিলেন মুহাম্মদ নাইম) মহম্মদ সোহেল শাহিন বলেন, “আমেরিকার সঙ্গে কোনও সংঘর্ষবিরতি হয়নি। ওরা আমাদের আক্রমণ করে চলেছে, আর আমরা ওদের।”
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যদিও বলেছেন, “এই ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও প্রক্রিয়াটা চলবে বলে আমি আশাবাদী।” কিন্তু আফগান প্রেসিডেন্ট আগাগোড়াই দুষেছেন আমেরিকাকে। কারজাইয়ের মুখপাত্র আইমল ফইজি বলেন, “শান্তি প্রক্রিয়া নিয়ে আমেরিকার কথায় ও কাজে ফারাক রয়েছে।” কাতারে তালিবানের দফতর যে ভাবে এবং যে বার্তা দিয়ে খোলা হয়েছে, তা আমেরিকার দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে মেলে না বলে অভিযোগ করেছে আফগান সরকার। বিশেষত, তালিবান যে ভাবে তাদের দফতরকে ‘ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান’ বলেছে, তা নিয়েই সবচেয়ে বেশি অসন্তুষ্ট কারজাই প্রশাসন। তাদের বক্তব্য, তালিবান সরকার যখন ছিল, তখন এই নাম ব্যবহার করা হত। কিন্তু এখন এই ধরনের কোনও কিছুরই অস্তিত্ব নেই। ফলে শান্তিপ্রক্রিয়ার নিয়ে আফগানদের অনেকেও সন্দিহান। মহিলা এমপি শুক্রিয়া বারাকজাই যেমন বলছেন, “ঐতিহাসিক ভুল করল আমেরিকা।”

শুরু হবে জনস্বার্থ মামলা
নেটে মার্কিন গোয়েন্দা সংস্থার আড়ি পাতা নিয়ে শীঘ্রই জনস্বার্থ মামলা শুরু করতে চায় সুপ্রিম কোর্ট। ইন্টারনেট পরিষেবা দাতা ৯টি সংস্থার উপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র আড়ি পাতার ঘটনাটি প্রকাশ্যে এসেছে ক’দিন আগেই। এতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে এই অভিযোগে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক এস এন সিংহ। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছেন বিচারপতি এ কে পট্টনায়ক ও রঞ্জন গগৈ-এর বেঞ্চ। অধ্যাপক সিংহের অভিযোগ, গোপনীয়তা বজায় রাখার শর্ত ভেঙে বিদেশি রাষ্ট্রের সঙ্গে তথ্য আদানপ্রদান করেছে এই সব ইন্টারনেট সংস্থা। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন তিনি। এ দিকে নেটে আড়ি পাতা নিয়ে বিশ্ব জুড়ে বিতর্কের মধ্যেই বুধবার এনএসএ দাবি করল, তাদের জন্যই কুড়িটিরও বেশি দেশে প্রায় পঞ্চাশটিরও বেশি জঙ্গি নাশকতার ছক বানচাল হয়েছে। এই তালিকায় রয়েছে ভারতও।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.