পুকুর বুজিয়ে লজ তৈরি করার অভিযোগ তুললেন গ্রামবাসী। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে তাঁরা সম্মিলিত ভাবে রামপুরহাটের মহকুমাশাসককে লিখিত অভিযোগও জানিয়েছেন। রামপুরহাট থানার তারাপীঠ সংলগ্ন কবিচন্দ্রপুরের ঘটনা। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্ট বিএলআরও এবং বিডিওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেখানে লজটি তৈরি হচ্ছে, সেই জমিটি আসলে একটি পুকুর। ওই জমির চরিত্র বদল না করেই পুকুর বুজিয়ে লজ গড়া হচ্ছে বলে তাঁদের দাবি। যদিও লজটির মালিক, হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা শ্যামসুন্দর হাজরার দাবি, “সব রকম সরকারি বিধি মেনেই ওখানে লজ তৈরি করছি। পুকুর ভরাটের কোনও প্রশ্নই নেই।” অন্য দিকে, রামপুরহাট ১ বিএলআরও মহম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, শীঘ্রই সংশ্লিষ্ট রেভিনিউ ইন্সপেক্টর অভিযোগের তদন্ত করবেন।
|
আরশোলায় ভয় পান? আর পাবেন না। কারণ, আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলেই হবে মুশকিল আসান। মিশিগানের এক দল গবেষক এমনই একটি প্রযুক্তি বানিয়ে ফেলেছেন যা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আরশোলা গতিবিধি। গবেষকরা নতুন এই প্রযুক্তির নাম
দিয়েছেন ‘রোবোরচ’। |