ফ্ল্যাটের তালা ভেঙে চুরি গেল টাকা-গয়না
হাওড়ার পুলিশ কমিশনারের বাংলোর পিছনে একটি আবাসনের ছ’তলা ফ্ল্যাট থেকে চুরি গেল লক্ষাধিক টাকা এবং গয়না। মঙ্গলবার, হাওড়া থানা এলাকার রামেশ্বর মালিয়া লেনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ মে পরিবারের সকলকে নিয়ে রাজস্থানে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন বস্ত্র ব্যবসায়ী মদনলাল জোশী। এ দিন সকালে তাঁরা বাড়ি ফিরে দেখেন, ফ্ল্যাটের তিনটি দরজার তালা ভাঙা। দু’টি ঘরই লণ্ডভণ্ড। সবক’টি আলমারির লকার ভাঙা। আলমারি থেকে উধাও ব্যবসার জন্য রেখে যাওয়া নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং সোনা-রুপোর প্রায় ২৫ ভরি গয়না। মদনবাবুর অভিযোগ, ওই আবাসনে কোনও নিরাপত্তারক্ষী নেই। নেই রাতে পুলিশের টহলও। এমনকী, রাস্তায় সব আলোও জ্বলে না। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, এ জন্যই শহরে গত দু’বছরে চুরির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন থানা এলাকায় পরপর চুরি হচ্ছে।

ফাঁকা ফ্ল্যাটের তালা ভেঙে টাকা-গয়না চুরি হাওড়ায়।
চুরির ঘটনা যে ঊর্ধ্বমুখী, তা অবশ্য পুলিশের ওয়েবসাইট থেকে পরিষ্কার হয়েছে। সিটি পুলিশের দেওয়া তথ্য বলছে, গত বছর হাওড়া শহরে চুরির ঘটনা ঘটে ১১৮৬টি। এ বার এপ্রিল মাসের মধ্যেই চুরির ঘটনা ঘটেছে ৩৬৪টি অর্থাৎ মাসে গড়ে ৯১টি করে। অথচ ২০১০ সালে চুরির ঘটনা ঘটেছিল মাত্র ৮৬৬টি। ২০১১-তে ১১১৮টি। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কমিশনারেট হওয়ার পরে হাওড়া শহরের প্রাপ্তি কী? বাড়ি ফাঁকা করে গেলেই যদি সর্বস্ব লুঠ হয়, তাহলে রাতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যে রেডিও ফ্লাইং স্কোয়াড দাঁড়িয়ে থাকে সন্দেহজনক কিছু দেখলে ছুটে যাওয়ার জন্য, তারা কী করে?
এ ব্যাপারে হাওড়ার ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “এই অভিযোগ ঠিক নয়। পরিসংখ্যান থেকে বলা যায় না চুরির ঘটনা বেড়েছে। গড় একই। তবে সম্প্রতি কয়েকটি বড় চুরি হয়েছে। আমরা থানাগুলিকে সতর্ক করেছি।”

বাগনানে দুর্ঘটনায় মৃত্যু ২ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ় ও এক যুবকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনানের তেঁতুলমুড়ি সেতুর কাছে। পুলিশ জানায়, মৃত দু’জনের নাম শেখ আফজল আলি (৪২) এবং শেখ আতিয়ার রহমান (৩৫)। আফজলের বাড়ি হুগলির লতিবপুরে এবং আতিয়ারের বাড়ি বাগনানের খালনায়। এ দিন সম্পর্কে মেসোমশাই আফজলকে নিয়ে মোটরবাইকে খালনা থেকে বাগনানে আসছিলেন আতিয়ার। উল্টো দিক থেকে আসা জয়পুরগামী একটি বাস ও লরির মাঝে পড়ে যায় তাঁদের মোটরবাইক। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.