চেন্নাই কারখানায় ইকো-স্পোর্টস গাড়িটির বাণিজ্যিক উৎপাদন শুরু করল ফোর্ড মোটর ইন্ডিয়া। সেই উপলক্ষে সংস্থার শীর্ষ কর্তা অ্যালান মুলালি জানালেন, বিশ্ব বাজারের চাহিদার কথা মাথায় রেখেই ভারতের কারখানাটিকে গড়ে তুলেছেন তাঁরা। ইকো-স্পোর্টস তৈরির জন্যই সংস্থা ১৪.২০ কোটি ডলার (৮৩৭.৮০ কোটি টাকা) লগ্নি করে চেন্নাইয়ের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। ফোর্ড জানিয়েছে, সেখানে এমন এক ‘অ্যাসেম্বলি লাইন’ আছে, যেখানে ইকো-স্পোর্টস-সহ ছ’টি ভিন্ন ধরনের গাড়ি তৈরি হতে পারে। সংস্থার দাবি, আন্তর্জাতিক বাজারে ছোট এসইউভি-র বিক্রি গত সাত বছরে বেড়েছে প্রায় ১৫৪%। তাল মিলিয়ে বিক্রি বাড়ছে ভারতেও। বস্তুত, মুলালির কথায়, “বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কী ধরনের গাড়ি চাইছেন, তার একটা ইঙ্গিত মেলে ভারত থেকেই।” তাই এ দেশের কারখানাটি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। ভারত ছাড়া আরও পাঁচটি দেশে তৈরি হবে ইকো-স্পোর্টস। ডিলারদের কাছে এখন ইকো-স্পোর্টস পাঠানো হচ্ছে। রফতানিও করা হবে এই গাড়িটি।
|
আডিবিআই ব্যাঙ্কের পর আইসিআইসিআই ব্যাঙ্ক। চিনে ঋণপত্র বিক্রি করছে ভারতের এই ব্যাঙ্কটিও। সংশ্লিষ্ট সূত্রের খবর, আইসিআইসিআই ব্যাঙ্কের ইস্যুর মাপ প্রায় ৫০ লক্ষ ডলার। চিনা লগ্নিকারীদের জন্য ছাড়া তিন বছর মেয়াদের ওই ইস্যু পাওয়া যাবে রেনমিনবি বা ইউয়ান মুদ্রায়। এর আগেই সেখানে বন্ড বেচেছে আইডিবিআই ব্যাঙ্ক।
|
পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও পোক্ত করতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চায় ভুটান চেম্বার অফ কমার্স। সম্প্রতি শহরে এক সভায় বণিকসভাটি এই আগ্রহ দেখিয়েছে। ওই সভায় উপস্থিত নির্মাণ সংস্থা ব্লু চিপ প্রোজেক্টস-এর এমডি ঋত্বিক দাস এ কথা জানান। বণিকসভাটি জানায়, ভুটান ও পশ্চিমবঙ্গের সংস্থাগুলির বাণিজ্য বিস্তারে উত্তরবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
|
দেশের তিনটি সার্কেলে ইন্টারনেট ব্যবহারের খরচ ৮০% পর্যন্ত কমাল ভোডাফোন। প্রথম পর্যায়ে কর্নাটক, পশ্চিম উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে এই খরচ কমানোর কথা জানিয়েছে সংস্থা। আগামী দিনে সারা দেশেই তা কমানো হবে বলে দাবি তাদের।
|
নিজেদের হোম ইউপিএস পণ্য সম্ভারের জন্য সাত বছরের গ্যারান্টি ঘোষণা করল সু-ক্যাম। সংস্থার দাবি, তারাই প্রথম এত দিনের গ্যারান্টি চালু করেছে। সু-ক্যামের স্মাইলি, কসমিক, শাইনি, শার্ক ইত্যাদি-র উপর এই সুবিধা মিলবে।
|
• নভরোজ দস্তুর ভারতে এনসিআর কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।
• পি এইচ রবিকুমার মানি ম্যাটার্স ফিনান্সিয়াল সার্ভিসেস-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন।
• কর্ণ বাজোয়া মাইক্রোসফ্ট ইন্ডিয়া-র বিক্রি ও বিপণন বিভাগের নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।
• ডি দাশগুপ্ত কলকাতায় নতুন মুখ্য আয়কর কমিশনার (ক্যাডার কন্ট্রোলিং অথরিটি)-এর
দায়িত্বভার গ্রহণ করেছেন।
• বিল স্কটিং আর্সেলরমিত্তল মাইনিং -এর সিইও হয়েছেন।
|