রামপুরহাট স্টেশন সংলগ্ন রামপুরহাট অটো ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দশ বছরের এক কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধার করে জিআরপি-র হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সন্ধ্যার ঘটনা। রেলপুলিশের রামপুরহাট ফাঁড়ি ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় জানান, জিজ্ঞাসাবাদ করে ওর নাম প্রেমলতা কুমারী বলে জানা গিয়েছে। বাড়ি থেকে সে পালিয়ে এসেছে। তার পরে তাকে রামপুরহাটের একটি হোমে পাঠানো হয়। নিশ্চিন্তপুরের ওই হোমে কিশোরীটির সঙ্গে কথা বলে জানা গেল, বাড়ি বিহারের বাঁকা জেলার বারাহাট রঘুনাথপুর গ্রামে। বছর চারেক আগে তার মা মারা যাওয়ার পরে বাবা সারজুন পণ্ডিত দ্বিতীয় বিয়ে করেন। তার দাবি, সত্ মা তাকে মারধর করত। রবিবার তাই সে মন্দারহিল স্টেশন থেকে ট্রেন ধরে ভাগলপুরে পৌঁছয়। সেখান রাজগীর-হাওড়া প্যাসেঞ্জার ধরে সে রামপুরহাটে নামে। হোমের তরফে মঙ্গলবার বিষয়টি রামপুরহাট আদালতে জানানো হয়। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ দিন অবশ্য সে বাড়িতে ফিরতে চায় বলে জানিয়েছে।
|
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার মঙ্গলপুর গ্রামে। মৃতের নাম রূপতন পণ্ডিত(৩৬)। এ দিন শাল নদীর ধারে একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |