রাজশিশুর জন্মে অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা
সংবাদসংস্থা • লন্ডন |
জুলাইয়ের মাঝামাঝি আসছে সে। আর তাকে কেন্দ্র করেই দেশের অর্থনীতিতে আসবে জোয়ার। আপাতত এমনটাই মনে করছেন ব্রিটেনের অর্থনীতিবিদেরা। তাঁরা অপেক্ষায় রয়েছেন উইলিয়াম-কেটের হবু সন্তানের জন্য। ব্রিটিশ রাজ পরিবারের নতুন সদস্যের আগমনে সারা দেশ যে ভাবে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠবে তাতেই নাকি চাঙ্গা হবে ব্রিটেনের অর্থনীতি, মত বিশেষজ্ঞদের। ২০১১ সালের এপ্রিলে উইলিয়াম-কেটের বিয়ে। তার পরেই গত বছর জুনে সিংহাসনে বসার হীরক জয়ন্তী পালন করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দু’ক্ষেত্রেই রাজকীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট বেড়ে গিয়েছিল বিক্রিবাটা। সেই অভিজ্ঞতা থেকেই সেন্টার ফর রিটেল রিসার্চের ডিরেক্টর জোসুয়া ব্যামফিল্ড মনে করছেন, রাজ পরিবারের সন্তানের জন্মের পর ৫৭০ কোটি টাকার পানীয় এবং ২৩০ কোটি টাকার খাদ্যবস্তু বিক্রি হবে।
|
অভিধানে টুইট
সংবাদসংস্থা • লন্ডন |
প্রতি দিন প্রায় ৩৫ কোটি টুইট জমা পড়ে টুইটারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের এই অসম্ভব জনপ্রিয়তা দেখে টুইট শব্দটি নথিবদ্ধ হচ্ছে অভিধানের পাতাতেও। টুইট বহুল প্রচলিত শব্দটি মঙ্গলবার থেকে সংযোজিত হল ‘অক্সফোর্ড ইংলিশ ডিকশিনারি’-তে। এমনটাই জানিয়েছেন সংস্থার প্রধান সম্পাদক জন সিম্পসন। |