নখদর্পণে রামধনু
কমারি ফ্লুরোসেন্ট রঙের পোশাক দাপিয়ে বেড়াচ্ছে বর্ষা-গ্রীষ্মের ভ্যাপসা গরমে। সেই উজ্জ্বল রঙের ছাপ এখন নখেও।
জেন ওয়াইয়ের মন জয় করেছে রকমারি পপ কালারস-এর নেলপলিশ আর নেল আর্ট। যার ফলে নখে আর শুধু এক রং নয়, মাল্টিকালারের ডিজাইন। নখ তো নয়, যেন আকাশে ওঠা রামধনু।
যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রী ঋষিতার কথায়, “এই গরমে নো সাজ, নো অ্যাকসেসরিজ। শুধুই নেল আর্ট।’’ ম্যাগাজিন দেখেই নেল আর্টের সঙ্গে পরিচয় ক্লাস ইলেভেনের সম্পূর্ণার। তিনি বললেন, ‘‘সময় কাটানোর জন্য নেল আর্ট দারুণ। আর মজা হল পছন্দ না হলে রিমুভার তো আছেই।’’
আসলে নিমেষে নজর কাড়তে নেল আর্টের জুড়ি মেলা ভার। এমনটাই দাবি নেক্সট জেনের। রয়েছে হাজার একটা নকশা! স্টিকার, স্টোন বা ওয়াটার পেন্টনেল আর্টের হাতিয়ারও কম না। বলছিলেন দক্ষিণ কলকাতার একটি সালোঁর কর্ণধার মৌসুমী মিত্র। তাঁর মতে, “শুধু কিছু সময় বের করতে পারলেই হল। জলের মধ্যে নেল কালার গুলে তার মধ্যে রং ও নখ ডুবিয়ে বসে থাকুন। তৈরি হয়ে যাবে সাধের নকশা। অথবা বিশেষ ধরনের ব্রাশ দিয়ে পছন্দের নকশা আঁকিয়ে নিন।’’ রকমারি ফুলের সাজ, কার্টুনের নকশা বা অ্যানিম্যাল প্রিন্ট, অথবা শুধুই রঙের কারসাজি। এক বার করিয়ে নিলে হপ্তা দুয়েক আরামসে চলে যাবে।
নেল আর্টের গল্প করছিলেন আইটি চাকুরে অনুরাধা মিত্র। মাসখানেক আগে বান্ধবীর বিয়েতে নখে সুন্দর নকশা এঁকে, তার ওপর কুচি কুচি গোলাপি স্টোন লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সব্বাইকে।
নিজের নকশায় নেল আর্টরোজকার ব্যস্ততার মধ্যে সালোঁতে গিয়ে সময় ব্যয় করা মুশকিল হলে বাড়িতেই করে নিতে পারেন নেল আর্ট। আঁকতে না জানলেও চলবে। মনমতো স্টিকার কেটে বিশেষ ধরনের গ্লু দিয়ে লাগিয়ে দিলেই হল। যেমনটা করে থাকেন অভিনেত্রী মুমতাজ সরকার। বললেন, ‘‘সব সময় যে সালোঁতে ছুটতে হবে এমন কী কথা আছে?
আমি তো মুড হলেই নখ নিয়ে বসে পড়ি। পোশাক বা নেলপলিশ সবেতেই ঝিনচ্যাক আর ব্রাইট কালার পছন্দ। মাঝে মাঝে রেনবো কালার করি। এক একটা নখে এক এক রকম রং! তোফা লাগে।’’ মুমতাজ নিজে যে নেল আর্ট খুব পছন্দ করেন, তা নয়। ‘‘আসলে প্রথম নেল আর্ট করি মুম্বইতে। তখন কলকাতায় এর চল হয়নি। খুব একটা আহামরি কিছু লেগেছে, তা নয়। কলকাতায় এসে বুঝলাম এর মর্ম। সব্বাই অবাক। বাহবা কুড়োতে কুড়োতে ভালবেসে ফেললাম।’’
এমনিতে ফ্রেঞ্চ ম্যানিকিয়োর করলেও রকমারি নেলপলিশ দিয়ে করা রেনবো কালার দারুণ পছন্দ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের। আবার অন্যের হাতে নেল আর্ট দেখতে ভালবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলছিলেন, ‘‘আমার পরা হয় না। আসলে অত ক্ষণ বসে থাকার ধৈর্য নেই। কিন্তু পপ কালারস দারুণ পছন্দ। সংগ্রহে প্রচুর নেলপলিশ রয়েছে। লাল বাদে যে কোনও ডার্ক কালার ভীষণ ভালবাসি।’’
তবে পপ কালারস হোক বা নেল আর্ট ক্যারি করতে পারাটাই আসল। আর নখের এ হেন নকশা যে কোনও পোশাকের সঙ্গে মানায় না। কী রকম হবে পোশাক? ডিজাইনার অগ্নিমিত্রা পলের সাফ জবাব, “নেল আর্ট করুন পশ্চিমী পোশাকের সঙ্গে। পশ্চিমীর সঙ্গে সাবেকি পোশাকের মিশেলও চলবে। কিন্তু টাঙ্গাইলের সঙ্গে যদি কাঁধ খোলা করসেট ব্লাউজ পরেন তবে অনায়াসে যেতে পারে নেল আর্ট।’’ ডিজাইনার অভিষেক দত্তের পরামর্শ, “নেল আর্ট করালে প্রিন্টেড পোশাক পরবেন না। সলিড কালার অর্থাৎ এক রঙের পোশাক পরুন।”

জলের মধ্যে নেল কালার গুলে তার মধ্যে রং নখ ডুবিয়ে
বসে থাকুন। তৈরি হয়ে যাবে সাধের নকশা। অথবা
বিশেষ ধরনের ব্রাশ দিয়ে পছন্দের নকশা আঁকিয়ে নিন
নেল আর্টের রকমসকম
নেল আর্টের জন্য হাতের ম্যানিকিয়োরের ওপর জোর দিচ্ছেন কলকাতার রূপ-বিশেষজ্ঞরা। পায়ের নখে যদি নেল আর্ট করাতে হয় তা হলে পায়ের যত্ন নিতে হবে নিয়মিত। সে ক্ষেত্রে বাড়িতে বা পার্লারে গিয়েও পেডিকিয়োর করানো যেতে পারে। অভিজিৎ চন্দ বললেন, “এমনিতে ম্যানিকিয়োর আগে করা হয়। চৌকো, গোল, ডিম্বাকৃতিনখের আকৃতি যাই হোক না কেন, তা শেপ করে তার পর নখের নকশা। যাঁদের নখ ভাল তাদের শেপ করে নিয়ে অ্যাক্রিলিক কালারের নেলপলিশ দিয়ে নকশা এঁকে দেওয়া হয়।”
যাঁদের নখ অল্পেই ভেঙে যায়, চিন্তা নেই তাঁদেরও। অ্যাক্রিলিক পাউডার দিয়ে নেইল এক্সটেনশন করিয়ে নিতে পারেন। ম্যানিকিয়োর-এর পর নখে ছোট বোর্ড লাগিয়ে ওপরে অ্যাক্রিলিক পাউডার মিক্স করা প্লাস্টার করে দেওয়া হয়। আপনার নখ তৈরি হবে। এ বার তার ওপর নেইল আর্ট। যত্ন করতে পারলে এক মাস থাকবে।
অথবা লাগাতে পারেন নকল নখ। বিশেষ ধরনের গ্লু দিয়ে আটকে দেয়। নকল নখের ওপর নকশা করাই থাকে। জানা গেল মুম্বইতে ইতিমধ্যেই বিশেষ ধরনের অ্যাক্রিলিক নেলপলিশ এসেছে।
 
নেল আর্টের টিপস
• নখের ওপর যেন কোনও চাপ না পড়ে
• রিমুভার বা স্পিরিট বা এই জাতীয় কেমিক্যাল লাগাবেন না
• নখ ভাঙতে পারে এমন কিছু করা যাবে না
• কালার ফুড হাত দিয়ে খাওয়া যাবে না। হলুদ মেশানো তরকারি খেলেও রং ধরে যাবে
• জল কম ঘাঁটবেন
• নেল আর্ট করালে এক ঢালা রঙের পোশাক পড়তে হবে



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.