বিনা লড়াইয়ে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
এ যেন অনেকটা পড়ে পাওয়া চৌদ্দআনা! যে জেলার তিনটি ব্লকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরের অধিকাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি সিপিএম। সেই বাঁকুড়ায় এক তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটির কারণে স্ক্রুটিনিতে বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল সিপিএম। ঘটনাটি বিষ্ণুপুরের ভড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর আসনের। বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায় বলেন, “স্ক্রুটিনিতে ত্রুটি ধরা পড়ায় ওই আসনে প্রার্থীপদ বাতিল হয়েছে তৃণমূল প্রার্থীর। অন্য কোনও দলের প্রার্থী নেই। ফলে সিপিএম ওই আসনটি বিনা লড়াইয়ে জিতেছে।” জয়ী প্রার্থীর নাম নবকুমার দুয়ারি। |
রেল লাইনে ফাটল হওয়ায় কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হল বাঁকুড়ায়। সোমবার সকালে বাঁকুড়ার কালীসেন এলাকার রেল লাইনে ফাটলটি দেখেন রেল কর্মীরা। এর জেরে আদ্রা-বিষ্ণুপুর প্যাসেঞ্জার ট্রেনটি প্রায় এক ঘণ্টা বাঁকুড়ায় আটকে পড়ে। |
বছর তিনেকের একটি শিশুকন্যা উদ্ধার হল পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে। শনিবার বিকেলে স্থানীয় মানুষজন ও চাইল্ড লাইনের কর্মীরা শিশুকন্যাটিকে উদ্ধার করে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসেন। বিষয়টি পুলিশকে জানিয়ে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে শিশুকন্যাটিকে হোমে পাঠানো হয়েছে। |