টুকরো খবর
প্রশাসনের সাড়া না পেয়ে সেতু বাঁধতে নামল গ্রামবাসী
প্রশাসনের তরফে শুধুই প্রতিশ্রুতিতে বীতশ্রদ্ধ গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে সেতু তৈরিতে উদ্যোগী হলেন। বসিরহাটের স্বরূপনগরের তরণীপুর এবং বনগাঁর গাইঘাটার গোপালপুরের মধ্যে ইছামতীর উপরে কংক্রিটের সেতুর দাবি দীর্ঘদিনের। ২০১০ সালে সেতুর শিল্যান্যাস হলেও তার পর এক ফোঁটাও কাজ হয়নি। সরকার বদলের পর গ্রামের মানুষ ভেবেছিলেন এ বার বোধবয় সেতু পাওয়া যাবে। কিন্তু দু’বছর কেটে যাওয়ার পরেও তা নিয়ে প্রশাসনের কোনও তদ্বির না থাকায় ক্ষুব্ধ গ্রামবাসী নিজেরাই কয়েক মাস আগে বাঁশের সেতু তৈরি করে নেন। কিন্তু কিছুদিন পরে ওই সেতু বিপজ্জনক ঘোষণা করে তা ভেঙে দিতে আসে ব্লক প্রশাসনের লোকজন। যদিও গ্রামবাসীদের বাধায় তাদের ফিরে যেতে হয়। পরে গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁশের সেতুর পরিবর্তে কাঠের সেতু তৈরির সিদ্ধান্ত নেন। সেই উপলক্ষেই সোমবার কয়েক হাজার গ্রামবাসীর সামনে কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়। সেতু নির্মাণ কমিটির সম্পাদক মেপ্তাবউদ্দিন পাড় বলেন, “কংক্রিটের সেতু তৈরির জন্য সরকারি তরফে বহু আশ্বাস এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি পাওয়া গিয়োছিল। কিন্তু কাজ আর হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষই সেই কাজে নেমেছেন। সেতু না হওয়ার ব্যাপারে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের নারায়ণ গোস্বামী বলেন, “ওই জায়গায় কংক্রিটের সেতুর জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই১২ কোটি টাকা অনুমোদন করেছেন। সেতুর দু’দিকে জমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হলেই কাজ শুরু হবে।”

ম্যাটাডরের ধাক্কায় দুই জামাইয়ের মৃত্যু
শ্যালকের মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই জামাইয়ের। জখম হন এক জন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বসিরহাটের ওলাইচণ্ডী মোড়ে। পুলিশ জানায়, মৃতদের নাম মণিরুল বিশ্বাস (৩৫) এবং শাহ আলম গাজি (২৭)। দু’জনেরই বাড়ি ইটিন্ডায়। তাঁদের আত্মীয় জখম মিজানুর গাজিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেই একটি মোটরবাইকে ছিলেন। একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে পাশ কাটাতে গেলে উল্টো দিক থেকে আসা ম্যাটাডরটি মোটরবাইকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান শাহ আলম। মণিরুল মারা যান হাসপাতালে।

মহিলা সাংবাদিককে মার
আমডাঙার তারাবেড়িয়ায় খবর সংগ্রহ করতে গিয়ে মার খেলেন এক বৈদ্যুতিন মাধ্যমের এক মহিলা সাংবাদিক। পুলিশ জানায়, রত্না দাস নামে ওই সাংবাদিক সোমবার আমডাঙায় পৌঁছলে কয়েক জন যুবক তাঁকে মারধর করেন। তাঁর মোবাইল ও ক্যামেরা ভেঙে দেওয়া হয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে রত্নাকে ছেড়ে দেওয়া হয়। তিনি আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কয়েক জন তৃণমূল-সমর্থক খবর সংগ্রহে বাধা দেন। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। কিছু দিন আগে ব্যারাকপুরে গোলমালের ছবি তুলতে গিয়ে বেধড়ক মার খান দু’জন চিত্রসাংবাদিক। তার পরে আবার উত্তর ২৪ পরগনাতেই একই ধরনের ঘটনা ঘটল।

প্রতিবাদ
কামদুনির ঘটনাকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে খুন, ধর্ষণ, মদ, গাঁজা ও জুয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি এবং পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের উপরে সন্ত্রাসের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্র-যুব কংগ্রেস। সোমবার দুপুরে বসিরহাটের ত্রিমোহিনীতে ম্যাটাডর, মোটর সাইকেল, বেঞ্চ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
তথ্য ও ছবি: নির্মল বসু।
বেলা ১০টা থেকে অবরোধের জেরে ইটিন্ডা ও টাকি রোডে যানজটে আটকে পড়ে নাকাল হতে হয় যাত্রীদের। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পরে পুলিশের প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.