তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে দু’জন ছাত্রছাত্রী। তিনটি দুর্ঘটনাই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘটেছে কাকদ্বীপ ও রায়দিঘিতে।
সোমবার সকালে ঢোলাঘাটের রথতলা মোড়ের কাছে নুরপুর থেকে রামগঙ্গা গামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহত হন ৫০ জন যাত্রী। তাঁদের স্থানীয় গুরুদাসপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত ৮ জনকে ডায়মন্ড হারবার ও কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কেশব ত্রিপাটি (৫৮)। বাড়ি পাথরপ্রতিমার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮ টা নাগাদ রথতলা মোড়ের কাছে একটি লরিকে পাশ কাটাতে গিয়েই উল্টে যায় এসডি ১১ রুটের মিনিবাসটি। স্থানীয় বাসিন্দারা বাসের জানলা ও দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, বাসটির ছাদেও যাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রুটে বাসগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে যাতায়াত করে। সেই কারণেই দুর্ঘটনা ঘটছে। তাঁদের অভিযোগ, অনেক বাসের বৈধ কাগজপত্রও নেই। পুলিশ মিনিবাসটিকে আটক করেছে। বাসটির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। |
অন্য দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের স্কুল মোড়ে। সোমবার সকালে একটি ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক সপ্তম শ্রেণির ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌমিতা ঘাটি (১৩)। বাড়ি স্থানীয় পুকুরবেড়িয়া গ্রামে। সে স্থানীয় সুন্দরবন আর্দশ বিদ্যামন্দিরে পড়ত। দুর্ঘটনার পর স্কুল মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৬ টা নাগাদ ওই ছাত্রী রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তখনই নামখানাগামী একটি ছোটগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে আটক করা হয়েছে। চালককেও গ্রেফতার করা হয়েছে।
এ দিনই বিকেলে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। দুর্ঘটনাটি ঘটে রায়দিঘির খাটুয়াপাড়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন দাস (১২)। সে স্থানীয় নগেন্দ্রপুর হাইস্কুলে পড়ত। বাড়ি স্থানীয় নগেন্দ্রপুর পঞ্চায়েতের পূর্বজটা তারক মণ্ডলের ঘেরি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটি হওয়ার পর সাইকেলে চেপে সুমন যখন বাড়ি ফিরছিল তখন পিছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক। |