টুকরো খবর |
ঝাড়খণ্ড আদালতে তোলার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জঙ্গিপুরের কংগ্রেস নেতা ইলিয়াস চৌধুরীকে মঙ্গলবার ঝাড়খণ্ডের বোকারো মহকুমা আদালতে হাজির করতে নির্দেশ দিল জঙ্গিপুর আদালত। রবিবার দুপুরে ওই কংগ্রেস নেতাকে রঘুনাথগঞ্জের ফুলতলা থেকে ধরা হয়। এ দিন ওই নেতাকে ঝাড়খণ্ডে নিয়ে যেতে সেখানকার সশস্ত্র পুলিশের একটি দল রঘুনাথগঞ্জে আসে। দলের প্রধান নীরজ সহায় বলেন, “বোকারো আদালত অস্ত্র ও চোরা কারবারের দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু এতদিন তিনি অধরা ছিলেন।” |
|
পুলিশ প্রহরায় আদালতে ইলিয়াস।—নিজস্ব চিত্র। |
রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান বলেন, “ইলিয়াস চৌধুরী-সহ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে কোনঠাসা করতে চাইছে পুলিশ।” মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে জঙ্গিপুরের তেঘড়িতে সভার ডাক দিয়েছে কংগ্রেস। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বোকারো আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই ইলিয়াস চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এখানে পুলিশের কোনও ভূমিকা নেই।”
|
ছাত্র খুনে ব্যবহার করা দা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দ্বাদশ শ্রেণির ছাত্র মৃন্ময় সিংহকে খুনে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করল পুলিশ। খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুখেন ভদ্রের বাড়ির অদূরে ঝোপের মধ্য থেকে ওই অস্ত্রটি মেলে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “রবিবার রাতে ওই ছাত্র-খুনে অভিযুক্তদের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ জানায়, শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুলের ওই ছাত্রকে নিজের বাড়ির সামনে খুন করা হয়। ওই ঘটনায় রাজনীতির রং লাগে। শাসক দল দাবি করে নিহত ওই ছাত্র তাদের সমর্থক। এই খুনের পিছনে হাত রয়েছে সিপিএমের। শনিবার ঘটনাস্থলে যান তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। সন্ধ্যা নাগাদ জেলা পুলিশ মর্গে যান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ওই ঘটনায় কোনও রাজনৈতিক রং নেই বলেই প্রাথমিক ভাবে পরিবার সূত্রে জানানো হয়েছিল। এরপরে রাতে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সুখেন ভদ্র, সুমন্ত ঘোষ ও অঞ্জন দাসকে গ্রেফতার করে। |
পুরনো খবর: স্কুলছাত্র খুনে ধৃত তিনজনের পুলিশ হেফাজত
|
আইনজীবীদের কর্মবিরতি, ভোগান্তি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মামলা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সোমবার থেকে সপ্তাহব্যাপী কৃষ্ণনগর জেলা আদালতের দায়রা ও জেলা বিচারক শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের এজলাসে কমবিরতি পালনের ডাক দিয়েছেন আইনজীবীরা। জেলা আদালতের চারটি বার অ্যাসোসিয়েশনের যৌথ সংগঠন ফোরাম অফ বার অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর-এর সভাপতি রমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন ধরে মামলা বন্টনের ক্ষেত্রে অনিয়ম করে যাচ্ছেন জেলা জজ। কিছু মামলার আইনি নিষ্পত্তি কেবল জেলা জজই করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে, সেগুলি পাঠানো হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজের কাছে। নবদ্বীপ আদালত আদতে চৌকি কোর্ট। কিন্তু জেলা জজ তাকে মহকুমা আদালতের ক্ষমতা দিচ্ছেন।” আদালত সূত্রে অবশ্য বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশমত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আইনজীবীদের এই টানা কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা। এজলাস বয়কটের প্রথম দিনেই বহু মানুষ বিচার না পেয়ে ফিরে গিয়েছেন। দৃশ্যতই বিরক্ত তাঁরা। রমেন্দ্রনাথবাবু অবশ্য জানান, হয়ত মানুষের সাময়িক হয়রানি হচ্ছে। কিন্তু বিচারপ্রার্থীদের দীর্ঘস্থায়ী স্বার্থের কথা ভেবেই আমরা কমবিরতির ডাক দিয়েছি।
|
বিয়ের সপ্তাহ ঘুরল না, উদ্ধার হল দেহ
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বিয়ের পাঁচ দিনের মধ্যেই এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে নবদ্বীপের ট্যাংরা এলাকার এই ঘটনায় মৃতের নাম মিনানুর বিবি (১৯)। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতার শ্বশুর দরুদ শেখ ও শাশুড়ি অর্জিনা বিবিকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। মেয়েটির স্বামী পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ জুন ট্যাংরার বাসিন্দা মিনানুরের বিয়ে হয় তিওরখালির বাসিন্দা জসিম শেখের সঙ্গে। ১৬ জুন, রবিবার মিনানুর বাপের বাড়ি এসেছিলেন। সঙ্গে ছিলেন জসিমও। সেখানেই দেনাপাওনা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বাধে। অভিযোগ, মিনানুরকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান জসিম। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান মিনানুরও। ওই রাতে মেয়ে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তাঁর পরিবারের লোকজন। এরপরই বাড়ির কাছে একটি গাছে মিনানুরের দেহ ঝুলতে দেখা যায়। মিনানুরের বাবা মিজানুর রহমান সরকারের অভিযোগ, পণ দিয়ে বিয়ে দিলেও আরও পণের জন্য মেয়ের উপর চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা। সেই কারণেই আত্মহত্যা করেছে তাঁর মেয়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
ছাত্রের দেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদন |
এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কল্যাণীর ঘোষপাড়ার ঘটনা। পুলিশ জানায়, বাপন দেবনাথ (২৩) কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র (স্নাতকোত্তর)। তিনি করিমপুরের পাটাবুকা গ্রামের বাসিন্দা। কল্যাণীর ঘোষপাড়ায় একটি মেসে থাকতেন। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “অনুমান ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন।” কয়েকদিন ধরে কল্যাণীর মেসে বাপন একাই ছিলেন। সোমবার সকালে তাঁকে ডেকে সাড়া মেলেনি। এরপরেই ঘরের দরজা ভাঙা হয়। উদ্ধার হয় তাঁর দেহ।
|
পুরসভার শূন্যপদ পূরণের দাবি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পুরসভাগুলিতে শীঘ্রই শূন্যপদ পূরণ না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন তৃণমূল নিয়ন্ত্রিত আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ। রবিবার চাকদহে সংগঠনের কেন্দ্রীয় সভা শেষে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপকুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “পুরসভাগুলিতে প্রায় ১০ হাজার শূন্যপদ রয়েছে। ফলে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। সব পুরকর্মীদের পেনশনের আওতায় আনতে হবে।”
|
ছাত্রী আত্মঘাতী |
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। নাম সুপর্ণা মণ্ডল (১৫)। বাড়ি ধুবুলিয়ার পণ্ডিতপুরে। সোমবার পুলিশ স্থানীয় আনন্দনগর হাইস্কুলের ওই ছাত্রীর দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম গোলক পাল (৬৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটীতে। পুলিশ জানায়, রবিবার কৃষ্ণনগরের পালপাড়ায় কীর্তন শুনতে এসেছিলেন। ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হতে গিয়ে লরির ধাক্কায় মারা যান।
|
জলে ডুবে মৃত্যু |
জলে ডুবে নিমাই ঘোষ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাড়ি নাকাশিপাড়ার কুবেরনগরে। রবিবার বুড়িগঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই ব্যক্তি। |
|