ছেলে প্রার্থী, কারখানায় বাধা বাবাকে
ঞ্চায়েত নির্বাচনে ছেলে সিপিএমের প্রার্থী হওয়ায় শিল্পশহরের কারখানা থেকে বাবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ছেলে নীলমণি দাস দুর্গাচক থানা এলাকার সুতাহাটা ব্লকের বানেশ্বরচক থেকে সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থী হয়েছেন। তাঁর বাবা অনন্ত দাস টাটা কেমিক্যালস্-এ ১৯৯৩ সাল থেকে কর্মরত। তিনি ‘মল্লিক অ্যান্ড মল্লিক’ নামে একটি ঠিকাদার সংস্থার কর্মী। তাঁর অভিযোগ, “ছেলে সিপিএমের প্রার্থী হওয়ার পর থেকেই হুমকি দিচ্ছিলেন তৃণমূল নেতারা। গত ৭ জুন আমি কাজে গেলে কারখানার তৃণমূল শ্রমিক নেতা সৌমিত্র মণ্ডল আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন। আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় পালিয়ে গিয়েছিলাম। রবিবার কাজে গেলে জানতে পারি আমার ‘গেট পাস’ বাতিল হয়েছে।” সোমবার সকালে হলদিয়ার উপ-শ্রম আধিকারিক, দুর্গাচক থানা, কারখানা কর্তৃপক্ষ-সহ বিভিন্ন মহলে ক্যুরিয়ার মারফত অভিযোগ জানিয়েছেন অনন্তবাবু।
যদিও ওই ঠিকাদারি সংস্থার সুপারভাইজার শেখ আসকরের দাবি, “অনন্ত দাসের গেট পাস বাতিল হয়নি।” কারখানার আইএনটিটিইউসি ইউনিয়নের যুগ্ম কার্যকরী সভাপতি সৌমিত্র মণ্ডলের বক্তব্য, “আমাদের এখানে অনেকেই প্রার্থী বা প্রার্থীর পরিবারের লোক রয়েছে। আর কেউ এ ধরনের অভিযোগ করেনি। আমি অনন্ত দাসকে ঠিক চিনতেও পারছি না।”
উল্লেখ্য শিল্পশহরে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এ রকম অভিযোগ আগেও উঠেছে। গত সপ্তাহেই বাবা প্রার্থী হওয়ায় মিৎসুবিশির এক ঠিকাকর্মীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই অভিযোগ পেয়েছেন জানিয়ে হলদিয়ার সহ-শ্রম আধিকারিক তানিয়া দত্ত বলেন, “আমরা কিছু অভিযোগ পাচ্ছি। গত সপ্তাহের অভিযোগের ভিত্তিতে মিৎসুবিশি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.