|
|
|
|
আনন্দবাজারে প্রতিবেদনের জের |
গ্রামে নলকূপ থেকে জল আনলেন মামনি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুলে রান্নার জন্য শাশুড়ির ডাক এল। সোমবার গাঁয়ের নলকূপ থেকে জলও আনতে পারলেন ঘাটালের মোহনপুর পঞ্চায়েতের মূলগ্রামে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী মামনি বেগম।
তাঁর পরিবারকে সামাজিক ভাবে বয়কটের খবর এ দিন আনন্দবাজারে প্রকাশিত হওয়ার পরেই এলাকায় হইচই পরে যায়। এদিনই মূলগ্রাম প্রাথমিক স্কুলে যাঁরা রান্না করেন, তাঁরা বাড়ি এসে মামনির শাশুড়ি কুলসমা বিবিকে ডেকে যান। যদিও এদিন তিনি রান্না করতে যাননি। মঙ্গলবার থেকে কাজে যাবেন বলে সহকর্মীদের জানিয়ে দেন কুলসমা বিবি। অন্য দিকে ওই প্রার্থীর স্বামী শেখ জাহাঙ্গীর আলির বাঁশ বোঝাই যন্ত্রচালিত ভ্যান রিকশাও হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ঘাটাল থানার পুলিশ। সোমবার রাতেই সেটি উদ্ধার হয়। কিছুটা হলেও সাহস ফিরে পেয়েছেন মামনি বেগমও। ফোনে তিনি বলেন, “অনেকে আমাকে ভোটের প্রচারে বেরোতে বলছেন। মনে একটু হলেও সাহস ফিরেছে।”
এ দিকে ঘাটালের বিডিও দেবব্রত রায়ের নির্দেশে জয়েন্ট বিডিও সুজন পাণ্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ দিন গ্রামে যায়। প্রশাসনিক প্রতিনিধিরা কথা বলেন গ্রামের মানুষের সঙ্গেও। বিডিও দেবব্রত রায় বলেন, “মুদিখানার দোকানে গিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যেন মালপত্র দেওয়া হয়। এ ছাড়াও ওই প্রার্থীর শ্বশুরকে কাজে নিতে বলা হয়েছে গ্রামবাসীদের।”
বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে তৃণমূলেও। ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলইকে এই অবস্থার জন্য দায়ী করছে দলেরই আর একটি গোষ্ঠী। ক্ষুব্ধ শঙ্করবাবু এ দিন প্রতিবেদককে ফোন করে জানতে চান, “এত ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে কী লাভ?”
|
পুরনো খবর: প্রার্থী একঘরে, কাঠগড়ায় তৃণমূল |
|
|
|
|
|