আই এম জি-রিলায়্যান্সের প্রস্তাবিত ফুটবল আই পি এল নিয়ে কি মোহভঙ্গ হতে শুরু করল চুক্তিবদ্ধ ফুটবলারদের! ক্লাব জোটের অনড় মনোভাবের পর বিষয়টি নিয়ে নানা কানাঘুষো শুরু হয়েছে।
চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চাওয়া ইসফাক আমেদ সেটা সোমবার প্রকাশ্যে এনে দিলেন। “ওদের কাছে জানতে চেয়েছি আই পি এলে খেললে আই লিগ খেলতে পারব কি না? ওরা বলেছে সাত দিনের মধ্যে জানাবে,” কাশ্মীরে ফোনে ধরা হলে বললেন ইসফাক। ট্রেভর মর্গ্যান চলে যাওয়ার পরও লাল-হলুদ কর্তারা তাঁকে রাখতে চাইছেন দলে। তাতে বেশ খুশি এই মিডিও। “আই লিগ, ফেড কাপ খেলতে চাই। তিন মাস খেলে বাকি নয় মাস বসে থাকতে চাই না। সাত দিনের মধ্যে তিন দিন চলে গেছে। আর চার দিন অপেক্ষা করব। তার পর ওদের বলব ছেড়ে দিতে। ইস্টবেঙ্গলে সই করে দেব,” জানিয়ে দিলেন ইসফাক। |
ফিফার লিয়েন নিয়মের জাঁতাকলে পড়ে ফুটবল আই পি এল নিয়ে হঠাৎই নানা প্রশ্ন উঠছে। চুক্তিবদ্ধ ফুটবলাররা ভেবেছিলেন ক্লাবের সঙ্গে রিলায়্যান্স-আইএমজির সমঝোতা হবে। যাতে সব ক’টি টুর্নামেন্টই খেলতে পারবেন সুব্রত পাল, রহিম নবি-রা। কিন্তু ক্লাবগুলি জোট বেঁধে ঠিক করেছে আই পি এলে যারা খেলবে তাদের দলে নেওয়া হবে না। এ দিন আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি মুম্বই টাইগার্সের কোচ বিমল ঘোষও মুম্বই থেকে বললেন, “আমরাও অন্য ক্লাবগুলির সঙ্গে একমত। এখনও পর্যন্ত ঠিক আছে আইপিএলের কোনও ফুটবলার নেওয়া হবে না।” এর পরই টনক নড়েছে ফুটবলারদের। রহিম নবি যেমন মোহনবাগান, মহমেডানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তেমনই সঞ্জু প্রধানও কথা বলছেন বাগান কর্তাদের সঙ্গে। এমনিতে ক্লাবে যাঁরা কম টাকা পান বা দর নেই, এখনও পর্যন্ত সে রকম প্লেয়াদের ভিড় বেশি রিলায়্যান্সের লিগে। রেনেডি সিংহ, সুরকুমার, এন প্রদীপ, সুব্রত পাল, গৌরমাঙ্গি সিংহরা চুক্তিবদ্ধ হয়েছেন লিগে খেলার জন্য। ফুটবল আই পি এলের আটটি দলের জন্য দরকার ৮৮ দেশীয় খেলোয়াড়। ফলে বিভিন্ন ফুটবলারের কাছে প্রস্তাব যাচ্ছে এজেন্টের মাধ্যমে।
অনেক ফুটবলার প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন। যেমন প্রয়াগ ইউনাইটেডের লালকমল ভৌমিক। মোহনবাগান তাঁকে পেতে মরিয়া। দলবদলের মন্দার বাজারেও প্রায় আশি লাখ টাকা দর উঠেছে তাঁর। লালকমল সোমবার বলছিলেন, “মোহনবাগানের সঙ্গে কথা এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দেখি প্রয়াগ কী বলে। তবে আইপিএল খেলব না জানিয়েছি।” পুণে এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া অভ্র মন্ডলও ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব। বললেন, “সুব্রত দা (পাল) ফোন করায় আমি না বলে দিয়েছি।”
আইপিএল নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আই লিগ শুরু হয়ে যাবে ১৫ সেপ্টেম্বর। লিগের সিইও সুনন্দ ধর বললেন, “১১ সেপ্টেম্বর সাফ কাপ শেষ। তার পরই লিগ শুরু হবে। আশা করছি ১৫ সেপ্টেম্বরই হবে।” |