টুকরো খবর
ফাব্রেগাসদের আমন্ত্রণ ফার্দিনান্দের
সেস ফাব্রেগাস ও রবার্ট লেওয়ানডস্কিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার আর্জি জানালেন রিও ফার্দিনান্দ। ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে ফার্দিনান্দ বলেন, “যদি ম্যান ইউ কাউকে ঐতিহাসিক লাল জার্সি পরার সুযোগ দেয় তবে সেটা নিয়ে দু বার ভাবা উচিত নয়। রায়ান গিগস থেকে ডেভিড বেকহ্যাম, সবাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই ক্লাবের জার্সি পরে।” উদাহারণ হিসাবে রোনাল্ডোকে রেখে ফার্দিনান্দ আরও বলেন, “রোনাল্ডো স্পোর্টিং লিসবন থেকে এসে ম্যান ইউতেই বিশ্বের সেরা ফুটবলার হয়েছিল।” পোল্যান্ডের স্ট্রাইকার লেওয়ানডস্কিকে সই করানোর দৌড়ে ম্যাঞ্চেস্টার থাকলেও বায়ার্ন মিউনিখে যেতে চান পোলিশ তারকা। ব্রিটিশ প্রচারমাধ্যমে আবার খবর, বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ড ফিরতে চান ফাব্রেগাস। বার্সেলোনা নেইমারকে সই করানোয় প্রথম দলে নিয়মিত সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে ফাব্রেগাসের। কিন্তু ২০১৪ বিশ্বকাপে স্পেনে সুযোগ পাওয়ার জন্য নিয়মিত খেলা অত্যন্ত জরুরি বলে মনে করছেন ফাব্রেগাস। এই কারণে ক্লাব ছাড়তেও রাজি ফাব্রেগাস। তাঁর এজেন্টের সঙ্গে নাকি পাকা কথাও বলেছে ম্যাঞ্চেস্টার। যদিও ফাব্রেগাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কনফেডারেশন কাপের পরে।

খুনের শাস্তি
গত বছর ডিসেম্বরে নেদারল্যান্ডসে ডাচ অ্যামেচার লিগ ম্যাচ চলাকালীন লাইন্সম্যান রিচার্ড নিউওয়েনহুইজেনকে পিটিয়ে মারার জন্য ছ’জন ফুটবলার এবং এক ফুটবলারের বাবার শাস্তি ঘোষণা হল এ দিন। অ্যালমেয়ারে বিউটেনবয়সের সঙ্গে নিউ স্লোতেনের ম্যাচ চলার সময় ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরেন লাইন্সম্যান। তারপর রিচার্ডকে মাটিতে ফেলে লাথি ঘুষি মারতে থাকে অভিযুক্তরা। মারধর করার কারণে এক দিনের মধ্যেই হাসপাতালে মারা যান তিনি। খুনের অভিযোগ এনে কয়েক জন ফুটবলারকে দু’বছর, কয়েক জনকে ছ’বছরের জেলের নির্দেশ দিল আদালত।

ত্রিদেশীয় সিরিজে এক দল ভারতের
চ্যাম্পিয়ন্স ট্রফির দল অপরিবর্তিত রেখেই ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। দলে থাকবেন পাঁচ সিমার - উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, ইরফান পাঠান ও বিনয় কুমার এবং তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বীন ও অমিত মিশ্র। এ ছাড়াও দলে থাকবেন বিরাট কোহলি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক ও মুরলী বিজয়। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ওয়ান ডে সিরিজে খেলবে শ্রীলঙ্কা।

উইম্বলডনে নেই সোমদেব
ফরাসি ওপেনে রজার ফেডেরারের বিরুদ্ধে খেলা সোমদেব দেববর্মন উইম্বলডনের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারলেন না। ভাল শুরু করেও নিজের থেকে নিচু র্যাঙ্কিংয়ের ম্যাট রিডের কাছে হেরে গেলেন। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই রিড জেতেন ৬-৭, ৬-৪, ১৬-১৮।

অ্যাসেজে অনিশ্চিত ওয়ার্নার
আসন্ন অ্যাসেজের প্রথম টেস্টের দলে সুযোগ পাওয়া কঠিন ডেভিড ওয়ার্নারের, জানালেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। সিডনির এক সংবাদপত্রে ক্লার্ক লিখেছেন, “ভুল করার জন্য ওয়ার্নার উপযুক্ত শাস্তি পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ছাড়াও অ্যাসেজের আগে ওয়ার্ম আপ ম্যাচও খেলবে না ওয়ার্নার।”

অন্য শিখরে ধবন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়ার পরে বিজ্ঞাপন দুনিয়ায় উঠতি ব্র্যান্ড হিসেবে চলে এসেছে শিখর ধবনের নাম। তবে ভারতীয় ক্রিকেটের নতুন তারকার ম্যানেজার সাজদে বলছেন, “এই মুহূর্তে খুব বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে চাই না ধবনকে। আমি চাই ধবন এখন ক্রিকেটের দিকে মন দিক।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখরের ব্যাটিং ছাড়াও শিরোনামে উঠে এসেছে তাঁর গোঁফ। যা নিয়ে প্রাক্তন অস্ট্রেলীয় বোলার মার্ভ হিউর বক্তব্য, তাঁর নিজের মতো ধবনের ‘ইএসপি’ও তাঁর গোঁফ। তবে অনেকেই মনে করছেন, ধবনদের আসল পরীক্ষা হবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে।

শিলংয়ে বিশ্বকাপার
ত্রিনিদাদ ও টোবাগোর বিশ্বকাপার কর্নেল ওয়েলকে সই করাল শিলং লাজং। ৩১ বছরের ডিফেন্ডার ২০০৬ জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে তিনটে ম্যাচেই প্রথম দলে ছিলেন। “আমরা খুব খুশি গ্লেনকে সই করাতে পেরে,” বলেছেন ক্লাবের সাধারণ সচিব লার্সিং মিঙ্গ।

তলব চান্ডিলাকে
আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে অন্যতম অভিযুক্ত অজিত চান্ডিলাকে নতুন করে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হল। এ ছাড়া চান্ডিলার জামিনের আর্জিও ২২ জুন পর্যন্ত খারিজ করে দেওয়া হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.