তুলনায় এসে যাচ্ছে মারের ইউএস ওপেন জয়
ঐতিহাসিক খেতাব জিতে
ফাদার্স ডে-র শ্রদ্ধার্ঘ রোজের
শেষ শটের পর আকাশের দিকে আঙুল তুলে প্রয়াত বাবার উদ্দেশে বলে ওঠেন, “ড্যাড, আমি পেরেছি”। তাঁর চোখে তখন জল। আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শততম সেঞ্চুরির পর সচিন যেমন করেছিলেন, তেমনই। তফাতটা হল, সে দিন ‘ফাদার্স ডে’ ছিল না, কিন্তু রবিবার ছিল।

মারে: ৭৬ বছর পর

রোজ: ৪৩ বছর পর
সঠিক দিনেই প্রয়াত বাবার প্রতি সবচেয়ে দামি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন গত ৪৩ বছরে এই প্রথম ইউএস ওপেন জয়ী ইংরেজ গল্ফার জাস্টিন রোজ। ১১ বছর আগে রোজের বাবা কেন-কে কেড়ে নিয়েছে লিউকেমিয়া। এত বছর পর বাবার আত্মাকে শান্তি দিতে পারলেন, ধারণা জাস্টিনের।
রোজের এই খেতাব জয়ের সঙ্গে ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের গত বছর ইউএস ওপেন জেতার তুলনা করছে ব্রিটিশ মিডিয়া। মারেও ১৯৩৬-এর পর প্রথম ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যামজয়ী। তবে ও সবে মন নেই ৩২ বছরের গল্ফ তারকার। মাত্র দু’শটে টুর্নামেন্টের ফেভারিট, আমেরিকার ফিল মিকেলসনকে পিছনে ফেলে খেতাব জিতে বিশ্বের পাঁচ নম্বর গল্ফার বললেন, “আমার কোচ সিন ফোলি আজ সকালে টেক্সট করেন, ‘তোমার ড্যাড তোমাকে যা হতে শিখিয়েছিলেন, তা-ই হয়ে দেখাও’। রবিবার ফাদার্স ডে, তাই সকাল থেকেই মনে হচ্ছিল তাঁর কথা। শেষ শটটার পরই বুঝলাম, এটাই বাবাকে শ্রদ্ধা জানানোর সবচেয়ে ভাল সময়। তাই আকাশের দিকে আঙুল তুলে বলি, ড্যাড, আমি পেরেছি।”
ইউএস ওপেন গল্ফ জিতে স্ত্রীকে চুম্বন। ছবি: এএফপি
মেরিয়নে যাঁদের পিছনে ফেলে দিলেন জাস্টিন, তাঁদের মধ্যে রয়েছেন টাইগার উডস। উডস এ বার সেরা দশেও নেই। আর মিকেলসন তো পরপর ছ’বার ইউএস ওপেন রানার্স আপ হয়ে এই মেজরে সবচেয়ে বেশি বারের রানার্স জ্যাক নিকলসের নজিরের চেয়ে এক ধাপ দূরে।

রোজ-কথা
• জন্ম ৩০ জুলাই, ১৯৮০, জো’বার্গে।
• পাঁচ বছর বয়সে ইংল্যান্ড যাত্রা।
• পেশাদার গল্ফে আসা ১৯৯৮-এ।
• আটটি পিজিএ ও ইউরেপিয়ান ট্যুর খেতাব।
• ২০০৩ ইউএস ওপেনে পাঁচ নম্বরে। ২০০৭ মাস্টার্সে পাঁচে। ২০১২ ইউএস পিজিএ-তে তৃতীয়।
• রাইডার কাপে দু’বার (২০০৮ ও ২০১২) ইউরোপীয় দলের সদস্য।
• নিক ফালডোর (১৯৯৬) পর প্রথম ইংরেজ মেজর খেতাবজয়ী।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.