টুকরো খবর
আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত
দু’টি পৃথক ঘটনায় মোট ৯টি পাইপগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করল জেলা পুলিশ। ১০টি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার কুচুটের শিবপুরে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৭টি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বুধন ধারা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন,“ধৃত বুধন অস্ত্র সরবরাহের কারবার করে বলে আমাদের সন্দেহ। তাকে আদালতে হাজির করিয়ে আমরা নিজেদের হেফাজতে চাইব। আশা করি, তাকে জেরা করে আরও অস্ত্রের হদিশ মিলবে।”
উদ্ধার হওয়া অস্ত্র। —নিজস্ব চিত্র।
এ দিনই মেমারি ও বর্ধমান থানার যৌথ অভিযানে ঝাড়খণ্ডের রাজমহল থেকে দু’টি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসগর আলি নামে এক জনকে। গত ৩ জুন মেমারির রাধাকান্তপুরে একটি ব্যাঙ্কে ঢুকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে খোঁজা হচ্ছিল। পুলিশের দাবি, দু’জায়গা থেকে যে অস্ত্র মিলেছে, তা একই হাতে তৈরি। তা কোথা থেকে কীভাবে বর্ধমানে এসেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রাপ্য টাকা না দেওয়ায় ধৃত
এক ব্যক্তির গাড়ি বিক্রি করে দেওয়ার পরে তাঁর প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রূপম দাস নামে এক অটো মোবাইল ফিনান্স সংস্থার কর্মীকে। ঘটনার আর এক অভিযুক্ত, ওই সংস্থার মালিক গৌতম সাউয়ের খোঁজ চলছে বলে বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় জানান, কিছু দিন আগে শ্যামল দাস নামে এক জন ওই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ, তাঁর একটি চার চাকার গাড়ি প্রায় ৫ লক্ষ টাকায় বিক্রি করে সংস্থাটি। কিন্তু তাঁকে তাঁর প্রাপ্য টাকা দেওয়া হয়নি। বারবার টাকা চেয়েও না পেয়ে তিনি বর্ধমানের সিজেএম আদলতে ওই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত পুলিশকে ঘটনাটির তদন্ত করতে নির্দেশ দেয়। এরপরই সোমবার ওই সংস্থার বর্ধমান শাখার অধিকর্তা রূপম দাসকে গ্রেফতার করে বর্ধমান পুলিশ।

যোগাসন প্রতিযোগিতা
ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে জেলা যোগাসন প্রতিযোগিতায়১০০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল প্রণবানন্দ যোগ ইনস্টিটিউট। ৭৮ পয়েন্ট পেয়ে রানার্স আসানসোলের সুভাষ যোগাসন কেন্দ্র। ছেলে ও মেয়েদের মোট ১২টি বিভাগে প্রায় ৩০০ প্রতিযোগী ছিল। প্রতিটি বিভাগে তিন স্থানাধিকারীদের রূপোর মেডেল দেওয়া হয়েছে। প্রথম দশ জনকে দেওয়া হয়েছে। কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন এভারেস্টজয়ী পর্বতারোহী রাজীব ভট্টাচার্য।

পৈলান অ্যারোজের শিবিরে জেলার ৯
বর্ধমান জেলা থেকে অনূর্ধ্ব ২৩ দলের জন্য ৯ জন ফুটবলারকে নিজেদের মূল শিবিরের জন্য বাছাই করল পৈলান অ্যারোজ। বর্ধমানের স্পন্দন মাঠে অনুষ্ঠিত ট্রায়ালে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সত্যব্রত ভৌমিক ও ষষ্ঠী দুলে। সাই কেন্দ্রের কর্তা অনন্ত ঘোষও উপস্থিত ছিলেন। পৈলানের স্পোর্টস ম্যানেজার শিবু দে বলেন, “দেশের বিভিন্ন রাজ্য থেকে আমরা প্রতিশ্রুতিমান ফুটবলারদের বেছে নিচ্ছি। এদের আমাদের বিভিন্ন দলে সুযোগ করে দেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.