টুকরো খবর
ধর্ষণের চেষ্টা, গৃহশিক্ষককে জুতোর মালা
দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে জুতোর মালা পরিয়ে মারধর করার অভিযোগ উঠেছে উত্তেজিত বাসিন্দাদের বিরুদ্ধে। রবিবার সকালে বালুরঘাট শহরের বেলতলাপার্ক এলাকার ঘটনা। জখম ওই শিক্ষকককে পুলিশ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করায়। পুলিশ জানায়, অভিযুক্তের নাম তপন সরকার। তিনি কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর হাইস্কুলের অঙ্কের শিক্ষক। নিজের বাড়িতে তিনি নবম ও দশম শ্রেণির প্রাইভেট টিউশন করেন। গত বুধবার ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে। এদিন সকালে বিষয়টি জানাজানি হতে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হচ্ছে। অভিযুক্ত সুস্ত হলেই তাকে গ্রেফতার করা হবে।” যদিও হাসপাতালে বেডে শুয়ে অভিযুক্ত শিক্ষক তপনবাবুর দাবি, “ঠিকমত পড়া না করায় ওই ছাত্রীকে বকাঝকা করি। আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করেছে।” পুলিশ তদন্তে পর জানায়, এদিন সকালে ওই ছাত্রীর শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছুতেই সে পড়তে যেতে চাইছিল না। বাড়ির লোকজন চাপাচাপি করতেই সে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের ঘটনাটি বলে। ছাত্রীটি অভিভাবকদের জানায়, গত বুধবার অন্য সব ছাত্রীদের ছুটি দিয়ে নোট দেওয়ার নামে অভিযুক্ত শিক্ষক তারে আটকে রাখে। ষষ্ঠী উপলক্ষে শিক্ষকের স্ত্রী, ছেলেমেয়ে বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়িতে ছাত্রীকে একা পেয়ে ওই শিক্ষক জবরদস্তি শুরু করেন বলে অভিযোগ। চিৎকার করা শুরু করলে তিনি ছেড়ে দেন বলেও অভিযোগ। ছাত্রীর বাড়ির লোক ঘটনাটি প্রতিবেশীদের জানালে ক্ষিপ্ত বাসিন্দারা দলবেধে শিক্ষকের বাড়িতে চড়াও হন। ঘর থেকে টেনে বের করে শুরু হয় মারধর। স্থানীয় লোকজনও তাতে সামিল হন। জুতোর মালা পড়িয়ে শিক্ষককে মাটিতে ফেলে গণপিটুনি শুরু হলে পুলিশ খবর পেয়ে এলাকায় যায়।

ভোগান্তি ভোটকর্মী, রক্ষীদের, বৃষ্টির ভাবনায় সতর্ক প্রশাসন
পঞ্চায়েত ভোটে বৃষ্টিপাতের আশঙ্কার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। গত বিধানসভা নির্বাচনের দিন ইটাহার, হেমতাবাদ ও গোয়ালপোখর-২ ব্লকে বৃষ্টিপাত হয়েছিল। সেই কারণে ওই তিনটি ব্লকের ৭০টিরও বেশি বুথ এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় লাইনে দাঁড়াতে ভোটারেরা সমস্যায় পড়েন। ভোটকর্মী, নিরাপত্তারক্ষী, পর্যবেক্ষক ও প্রশাসনের কর্মীরা বিপাকে পড়েনি। নির্বাচনের পর ৩টি ব্লকের একাধিক বুথের বহু ভোটকর্মী ও নিরাপত্তারক্ষী ইভিএম, নথিপত্র নিয়ে ১০০ মিটার এলাকা জল মাড়িয়ে হেঁটে গাড়িতে উঠতে বাধ্য হন। সেই অভিজ্ঞতাকে মাথায় বিভিন্ন দলের তরফে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি জেলা পঞ্চায়েত, গ্রামোন্নয়ন দফতরের তরফে জেলার নয়টি ব্লকের কর্তাদের কাছে বৃষ্টি হলে জল জমতে পারে, এমন নিচু এলাকার বুথ চিহ্নিত করার লিখিত নির্দেশ পাঠানো হয়। সেখানে বিকল্প ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক অনুকূল সরকার বলেন, “বিডিওদের নির্দেশ পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে বলা হয়েছে।” জেলার নয়টি ব্লকের ৯৮টি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ১৫ লক্ষ ১৭৫৩৯। বুথ ১৭৬৯টি। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি, ইসলামপুর, গোয়ালপোখর ১, ২ ও চোপড়া ব্লক প্রশাসন নিচু এলাকার ৪৪০টি বুথ চিহ্নিত করেছেন। ওই বুথগুলির মধ্যে ১৭৫টির ক্ষেত্রে আপৎকালীন বিকল্প বুথ চিহ্নিত করা হয়েছে। ২৬৫টি আপৎকালীন বিকল্প বুথের সন্ধান চলছে। নির্বাচনে যে সব প্রাথমিক ও হাইস্কুলকে বুথ হিসাবে ব্যবহার হয় না, সেই স্কুলগুলিকে বাছা হচ্ছে। অনুকূলবাবু এ দিন জানিয়েছেন, নির্বাচনের দিন বৃষ্টিপাতের জেরে নিচু এলাকার জল জমে গেলে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সেই সমস্ত বুথকে আপৎকালীন বিকল্প বুথে সরিয়ে নেওয়া হবে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ ও জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল জানান, সর্বদল বৈঠকে জেলা প্রশাসনের কাছে ওই আশঙ্কার কথা জানিয়ে বিকল্প বুথ তৈরি রাখার কথা বলা হয়েছিল।

নির্বাচন নিয়ে বৈঠক বিএসএফ-প্রশাসনে
উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোটের জন্য বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন। রবিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় মাল্টিপারপাস হলে ওই বৈঠক হয়। বৈঠকে বিএসএফ আধিকারিকেরা ছাড়াও জেলাশাসক, জেলা পুলিশ সুপার, সমস্ত বিডিও-সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া বলেন, “জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নির্বিঘ্নে নির্বাচন শেষ করতে বিএসএফ কর্তাদের সতর্ক থাকতে একাধিক বিষয়ে অনুরোধ করা হয়েছে।”
উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পঞ্চায়েত ভোটের জন্য বিএসএফ
কর্তাদের সঙ্গে বৈঠক করল প্রশাসন। রবিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায়। —নিজস্ব চিত্র।
প্রশাসনিক সূত্রের খবর, ইটাহার ব্লক বাদে জেলার বাকি ৮টি ব্লকে ২৮০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখন্ডে বসবাসকারী ভোটারের সংখ্যা প্রায় ৫ হাজার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তারজন্য বিএসএফ কর্তাদের অনুরোধ করা হয়েছে। আগামী ৯ জুলাই ভোটের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সীমান্তের গেট খোলা রাখার জন্য বিএসএফকে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের সঙ্গে যৌথ নজরদারি, ভোটের আগে বিহার সীমানা সিল করার প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদি জানান, জেলায় নয়টি থানার আইসি ও ওসিদের বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। বিহার পুলিশের সঙ্গে কথা বলে বেআইনি আগ্নেয়াস্ত্রের চোরাকারবার রুখতে টানা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজ কর্মীর মৃতদেহ উদ্ধার
এক কলেজ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ইসলামপুর থানার কলেজ পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শিপ্রা বাড়ই (২৪)। এই ঘটনায় তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যার প্ররোচণার মামলা দায়ের করা হয়েছে। যদিও তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের এ দিন বাড়িতে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। মৃতার শ্বশুরবাড়ি ইসলামপুর থানার অজিতবাস কলোনী এলাকায়। তিনি ইসলামপুর কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মচারী ছিলেন। তবে বেশ কিছু দিন ধরেই তিনি কলেজ পাড়ার বাপের বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার বিকেলে বাপের বাড়ির লোকেরা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। মৃতার বাবা শঙ্কর বাড়ই এর অভিযোগ, “বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত। ওই অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে এ ঘটনা ঘটায়।” ইসলামপুর থানার পুলিশ মামলা করে তদন্ত করছে।

কৃতীদের সংবর্ধনা
রবিবার উত্তর দিনাজপুর জেলায় এই বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দিল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত-সহ পুরসভার কাউন্সিলরেরা। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নার্গিস খাতুন প্রেস ক্লাবের তরফে কৃতীদের স্মারক, শংসাপত্র, ফুল মিষ্টি দিয়ে স্বাগত জানান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা সোনি দাস ও বিনিতা ঘোষ, মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান দখলকারী অর্ণব সিংহ ও জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান পাওয়া কোয়েল রায়কে এই দিন সংবর্ধনা জানানো হয়। এ ছাড়াও জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিবন্ধী কোটায় রাজ্যে পঞ্চম স্থান দখলকারী বিশ্বজিৎ বসাক, সিবিএসই ও উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল করায় রায়গঞ্জের দুই ছাত্রী শ্বেতা বর্ধন ও অন্বেষা দাসকে সংবর্ধিত করা হয়।

মৃতদেহ উদ্ধার
নিখোঁজ এক যুবকের পচাগলা দেহ খাঁড়ির ধার থেকে উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার খান্দ্রা খাঁড়ি এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম তরুণ পাহান (২৪)। তার বাড়ি বটুন এলাকায়। গত বুধবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। মৃতের বাড়ির তরফে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.