টুকরো খবর
অস্বাভাবিক মৃত্যু বধূর
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হরিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সেরিনা বিবি (২৫)। বাড়ি ওই এলাকায়। নিহতের দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ সেরিনার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে হাসনাবাদ পাটুলিখানপুর গ্রামের সেরিনার সঙ্গে বিয়ে হয় হরিপুর গ্রামের নুর হোসেন সর্দারের। বিয়েতে চাহিদামত যৌতুক না পাওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে দাবি সেরিনার পরিবারের। সম্ভবত সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে সেরিনার কাকা হামিদ মোল্লার অভিযোগ। মৃতের দাদা আব্বাস মোল্লা বলেন, “এ দিন সকালে বোন কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এবং তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শ্বশুরবাড়ি থেকে জামাইবাবুর ফোন পাই। হাসপাতালে এসে দেখি দিদি মৃত। সেখানে তাঁর শ্বশুরবাড়ির কেউ নেই। হরিপুর গ্রামে গেলে জানতে পারি, মারধরে অতিষ্ঠ হয়ে ছেলে আক্কাসকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসছিল দিদি। রাস্তা থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।” অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গঙ্গায় ডুবে মৃত দুই কিশোর

গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের নিশান ঘাটে। মৃতদের নাম বিকাশ সাউ এবং রাজেশ পাঠক। ঋষি নামে আর এক কিশোরকে অবশ্য উদ্ধার করা হয়েছে। বিকাশ, রাজেশ এবং ঋষি স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। সকলেরই বাড়ি ব্যারাকপুরের খটিকপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই তিন বন্ধু গঙ্গায় স্নান করতে নেমেছিল। সাঁতার না জানায় তলিয়ে যায় বিকাশ এবং রাজেশ। স্থানীয় বাসিন্দারা ঋষিকে উদ্ধার করেন। অন্য দিকে, রবিবার দুপুরে বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় নারকেলডাঙার বাসিন্দা এক কিশোর। মৃত ওই কিশোরের নাম সাহেব আলি (১৭)। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ জানায়, এ দিন সকালে কলকাতা থেকে ১৭ জনের একটি দল বকখালির উদ্দেশ্যে রওনা হয়। ওই দলেই ছিল সাহেব। দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। রাত পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি।

বুম্বার সঙ্গী গ্রেফতার
সারদা গোষ্ঠীর বারুইপুর ডিভিশনের সর্বময় কর্তা অরিন্দম দাস ওরফে বুম্বা গ্রেফতার হয়েছেন আগেই। এ বার ধরা পড়লেন ওই ডিভিশনের অন্যতম কর্তা সত্যজিৎ বসু। রবিবার সকালে সোনারপুর থানার হরিনাভি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান দক্ষিণ ২৪ পরগনার এএসপি কঙ্করপ্রসাদ বারুই। সপ্তাহ তিনেক আগে সারদার বারুইপুর শাখার ডিভিশনাল ম্যানেজার বুম্বাকে গ্রেফতার করা হয়। বারুইপুর অফিসের কর্তা বুম্বা, তাঁর সঙ্গী সত্যজিৎ-সহ তিন জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। বিশ্বজিৎ দাস ওরফে বাপি নামে অন্য এক কর্তা এখনও ফেরার। সোনারপুর থানার রাজপুরের বাসিন্দা সত্যজিৎও ফেরার ছিলেন। দিঘায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে হরিনাভি এলাকায় এক পরিচিতের বাড়িতে ওঠেন সত্যজিৎ। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন কঙ্করবাবুর নেতৃত্বে পুলিশবাহিনী ওই বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে। আদালত তাঁকে পুলিশি হাজতে পাঠায়।

দম্পতিকে মার, ধর্ষণের হুমকি
প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর এবং তাঁদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর মেয়েকে ধর্ষণেরও হুমকি দিয়েছে বলেও গৃহকর্ত্রীর অভিযোগ। শুক্রবার রাতে বসিরহাট থানার নতুনবাজার এলাকার ওই ঘটনায় অবশ্য বাজার কমিটি এবং স্থানীয় একটি ক্লাবের তরফেও ওই পরিবারের বিরুদ্ধে বাজারের একটি দোকানে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। দু’তরফেই অভিযোগ পেয়ে এসডিপিও (বসিরহাট) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে ঘটনাস্থলে যান। তিনি বলেন, “দু’পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কেউ প্রকাশ্যে মদ খাওয়া বা অন্য কোনও অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না।”

যুবককে খুন
জমি বিক্রি করতে না চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে বসিরহাট মহকুমা হাসপাতাল চত্বরে ফেলে পালাল দুষ্কৃতীরা। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান তিনি। নিহতের নাম, আনসার আলি মণ্ডল (৩৬)। বাড়ি বসিরহাটের ধলতিথা গ্রামে। ঘটনাটি রবিবার রাতের। এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন এবং কী কারণে ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হল তার তদন্ত হচ্ছে। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে।”

জাল মদ উদ্ধার
নকল বিলিতি মদের কারখানায় তল্লাশি চালিয়ে প্রচুর মদের পেটি উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে জয়নগরের তালতলা গ্রামের ঘটনা। গ্রেফতার হয়েছে ন’জন শ্রমিককে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.