শালিখ পাখির কলজে নিয়ে দল করলে হবে না, পঞ্চায়েত ভোটে বাজপাখির কলজে নিয়ে কাজ করুনপঞ্চায়েত ভোট নিয়ে দলীয় কর্মীদের এমন উপদেশই দিলেন সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।
রবিবার হাবরার বেড়গুম হাইস্কুলের মাঠে বামফ্রন্টের নির্বাচনী জনসভা হয়। সেখানেই এই মন্তব্য করেন গৌতমবাবু। তিনি আরও বলেন, “কংগ্রেস, তৃণমূল সমর্থকদের বাড়িতে বাড়িতে যান, তাঁদের ভাল করে বোঝান যে আমরা নিজেদের আগের থেকে পাল্টেছি। মমতাকে সতর্ক করুন। আমাদের সুযোগ দিন।” হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পঞ্চায়েত নির্বাচন চাইছেন না এই অভিযোগ করে গৌতমবাবুর সংযোজন, “ভোট নিয়ে চোর-পুলিশের খেলা চলছে। সোমবার কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে বাহিনী পাওয়ার বিষয়ে কার্যত শেষ চিঠি যাবে। এখানে পুলিশ ছাড়া ভোট হয় না। এটা ইউরোপ নয়। এটা ভোট হচ্ছে না যুদ্ধ?”
জাতীয় রাজনীতিতে বিজেপিকে ‘ভয়াবহ বিপদ’ উল্লেখ করে তিনি জানান, চার-পাঁচ মাসের মধ্যে লোকসভা ভোট হওয়ার কথা। কোনও মতেই কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার হতে দেওয়া যাবে না। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হাবরার প্রাক্তন বিধায়ক প্রণব ভট্টাচার্য প্রমুখ। |