মনোনয়ন প্রত্যাহার ঘিরে দু’জেলাতেই শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। দলগুলি পরস্পরের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারের জন্য জোর খাটানোর অভিযোগ এনেছে। শনিবার ছিল মনোনয়ন তোলার শেষ দিন।
মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএমের তরফে। এ দিন সিপিএমের সাদল গ্রাম পঞ্চায়েতের চার জন গ্রাম এবং খড়গ্রাম পঞ্চায়েত সমিতির একজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সিপিএমের জেলা কমিটির সদস্য তথা খড়গ্রামের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ মণ্ডলের অভিযোগ, “প্রার্থীপদ প্রত্যাহারের জন্য এলাকায় সন্ত্রাস চালাচ্ছে কংগ্রেস। আমাদের কর্মীদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে কংগ্রেসীরা।” অভিযোগ উড়িয়ে খড়গ্রামের বিধায়ক কংগ্রেসের আশিস মার্জিত বলেন, “হার নিশ্চিত জেনেই সিপিএম প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের হিড়িক পড়েছে। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে।”
অন্য দিকে নদিয়াতে শাসক দলের বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শনিবার সিপিএমের পাঁচ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দলের জেলা কমিটির সদস্য সামসুল ইসলাম মোল্লা বলেন, ‘‘তৃণমূলের হুমকিতে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।” এ ছাড়াও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে শনিবার চাপড়ায় দলের তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। |