স্কুল খোলা থাকলে মিড-ডে মিল বন্ধ করা যাবে না-জঙ্গিপুর পুরসভাকে লিখিতভাবে এই নির্দেশ দিলেন রাজ্য সরকারের মিড ডে মিল বিভাগের প্রকল্প অধিকর্তা নরেন্দ্রনাথ বর্মন। গত মে মাসে জঙ্গিপুর পুর কর্তৃপক্ষ ৪১টি প্রাথমিক ও ৫টি উচ্চ মাধ্যমিক স্কুল খোলা থাকা সত্ত্বেও ১২ দিনের বেশি মিড ডে মিলের টাকা দিতে অস্বীকার করেছিল। ফলে বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রকল্প অধিকর্তা জানান, পুরসভাকে স্কুলের কাজের দিনের যে ক্যালেন্ডার পাঠানো হয় তা আনুমানিক হিসাবমাত্র। তাছাড়াও স্কুলে পড়ুয়া হাজির থাকলে মিড ডে মিলের ব্যবস্থা করা বাধ্যতামূলক। মুর্শিদাবাদের জেলাশাসককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। তার ভিত্তিতেই জঙ্গিপুর পুরসভাকে নির্দেশ পাঠানো হয়েছে। জঙ্গিপুরের পুরপ্রধান মোজাহারুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।”
|
সেকেন্দ্রার কংগ্রেস নেতা ইলিয়াস চৌধুরীকে রবিবার দুপুরে রঘুনাথগঞ্জে ফুলতলা মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সেকেন্দ্রার শালখন্দিয়ার গ্রামের বাসিন্দা ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে পুলিশ রঘুনাথগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে।” পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে ফুলতলা মোড়ে প্রতিটি গাড়িতে নজরদারি চলছিল। সেই সময়ই ধরা পড়েন ইলিয়াস। একসময় সিপিএমের সঙ্গে যুক্ত থাকলেও পরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ইলিয়াস। কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান বলেন, “ইলিয়াস চৌধুরীকে গ্রেফতারের উদ্দেশ্য ওই এলাকায় কংগ্রেসকে দুর্বল করা। পুলিশ পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করেছে।”
|
বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের। শনিবার সন্ধ্যায় রানিতলার সৈয়দপুর গ্রামের এই ঘটনায় মৃতের নাম নিয়তি বিবি (৩৫) ও তাঁর ছেলে শরিফুল বাসার (১২)। পুলিশ জানায়, হুকিং করতে গিয়ে তড়িদাহত হন মা নিয়তি বিবি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলে শরিফুলের শরীরেও বিদ্যুতের তার শরীরে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরিবারের লোকজনের অবশ্য দাবি, জল হাতে টিভি চালাতে গিয়ে তড়িদাহত হন ছেলে। ছেলেকে বাঁচাতে মাও তড়িদাহত হন।
|
লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান-রিকশায় ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান এক মহিলা। মৃতের নাম ভারতী কোনাই (৫৫)। বাড়ি খড়গ্রাম থানার জয়পুর পঞ্চায়েতের শিমুল গ্রামে। শনিবার সন্ধ্যায় খড়গ্রাম থানার মরিচামোড়ের কাছে হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের উপরে ওই দুর্ঘটনার জেরে জখম হন দুজন মহিলা-সহ ৫ জন। আহতদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, লরিটিকে আটক করা হয়েছে। ঘটনার পরেই চালক ও খালাসি পলাতক।
|
বাজ পড়ে মৃত্যু হয়েছে বড়ঞা থানার কুরুলিয়া গ্রামের মহাদেব প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তির। রবিবার দুপুরে জমির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। |