|
|
|
|
ভাড়া বাড়ল সামান্যই |
ভরা বর্ষায় ভোট, তাই গাড়ির তালিকায় ট্রাক্টর |
সুমন ঘোষ • মেদিনীপুর |
ভরা বর্ষায় হচ্ছে ভোট। তাই ভোটের জন্য প্রশাসন যে গাড়ি নেয়, সেই তালিকায় ঢুকে পড়ল ট্রাক্টরও।
বর্ষাকালে নিচু এলাকাগুলিতে রাস্তার উপর দিয়ে জল যাওয়ায় সেখানে ছোট গাড়ি তো দূরের কথা, বাস-ট্রাকও চলে না। ওই সব এলাকায় যাতায়াতের জন্য সব থেকে ভাল গাড়ি হল ট্রাক্টর। অবস্থা বুঝে প্রতিটি ব্লক অফিসে কমপক্ষে ১০-১২টি করে ট্রাক্টর তৈরি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দিনে ৭৫০ টাকা ভাড়া।
প্রত্যন্ত এলাকায় যাতায়াতের সুবিধার জন্য অটো রিকশাও ঢুকেছে তালিকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই খাবার পৌঁছনো, পানীয় জল নিয়ে যাওয়ার মতো কাজে গাড়ির প্রয়োজন হয়। সেক্ষেত্রে বড় গাড়ি ব্যবহার না করে অটো রিকশা ব্যবহার করা অনেক সুবিধের। অটো রিকশা সরু রাস্তাতেও সহজেই যাতায়াত করতে পারে। অটো রিকশার জন্য দিনে ২৭৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে পরিবহণ দফতর।
বেশ কয়েক বছর ধরে বাস, গাড়ির ভাড়া একই থাকলেও এ বার তা সামান্য বাড়িয়েছে প্রশাসন। যা যথেষ্ট নয় বলেই অভিযোগ বাস-গাড়ি মালিকদের। নির্বাচনের সময় বাস নিলে আগে দিনে ১১৫০ টাকা পাওয়া যেত। এ বার তা বেড়ে হল ১৪৪০ টাকা। এই ভাবেই মিনি বাস, ছোট ও বড় ট্রাক, ছোট চার চাকার গাড়ি, বাতানুকুল ছোট গাড়িসব ক্ষেত্রেই ভাড়া বাড়িয়েছে পরিবহণ দফতর। মিনিবাসের ভাড়া যেখানে আগে ছিল ১০৫০ টাকা, এ বার তা বেড়ে হয়েছে ১১৯০ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, “বেশ কয়েক বছর ভাড়া না বাড়ায় আমরা প্রতি বাসের জন্য আড়াই হাজার টাকা করে দাবি করেছিলাম। এই সামান্য ভাড়া বৃদ্ধিতে আমাদের যে খুব উপকার হবে তা নয়। তবু যেহেতু ভাড়া কিছুটা হলেও বেড়েছে, তাই মেনে নিচ্ছি।” ছোট ট্রাকের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ করা হয়েছে। মাল পরিবহণ ক্ষমতা অনুযায়ী ৮ মেট্রিক টন মাল বহনকারী ছোট ট্রাকের ভাড়া করা হয়েছে ৯৭০ টাকা। তার থেকে বেশি মাল বহনকারী গাড়ির ভাড়া করা হয়েছে ১১৬০ টাকা। চালক ও খালাসির খাওয়ার জন্য বরাদ্দও বেড়েছে। খাওয়া বাবদ জন প্রতি ৯০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১২৫ টাকা।
ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র পরিবহণ সংগঠনের নেতা শঙ্কর দাস বলেন, “আমরা মালবহনকারী গাড়ির ভাড়া ন্যূনতম ৮০০ টাকা চাইলেও তা ৫০০ টাকা করা হয়েছে। বর্তমানে রাস্তার যা দশা আর যে ভাবে বিমার খরচ বাড়ছে, তাতে এত কম টাকায় গাড়ি ভাড়া দেওয়া মানে ক্ষতি।” পরবর্তী কালেফের ভাড়া বৃদ্ধির জন্য পরিবহণ দফতরের কাছে দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তাঁরা। |
|
|
|
|
|