পূর্বে কোন্দলে ব্যস্ত তৃণমূল
শক্ত ঘাঁটিতেও আসন হাতছাড়া
ক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরেও বেশ কিছু আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগেই এই জেলার প্রায় ৪০০টি গ্রাম পঞ্চায়েত ও ৪১টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে গিয়ে বেশ কিছু আসন হাতছাড়া হয়ে গিয়েছে তাদের। তমলুক মহকুমাতেই গ্রাম পঞ্চায়েতের ১২১৭টি আসনের মধ্যে তৃণমূলের প্রার্থী রয়েছে ১১৯১ জন। অর্থাৎ ২৬টি আসনে দলীয় প্রতীকে প্রার্থী নেই তৃণমূলের। দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলার চার মহকুমা মিলিয়ে এই সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেনের অবশ্য দাবি, “জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রায় প্রতিটি আসনেই আমাদের দলের প্রার্থী রয়েছে। জেলার কিছু এলাকায় স্থানীয় ভাবে মনোনীত জনপ্রিয় নির্দল প্রার্থীকে আমরা সমর্থন করেছি। সেই কারণে ওই সব আসনগুলিতে আমাদের দলীয় প্রতীকে প্রার্থী দেওয়া হয়নি। সাংগঠনিক দুর্বলতার কারণে নয়, স্থানীয় মানুষের দাবিকে মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
জেলা নির্বাচন দফতর ও তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, এ বার পঞ্চায়েত ভোটে জেলায় ৩৩৭৮টি পঞ্চায়েত আসনের মধ্যে ৩৮৫টি আসনে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনগুলির প্রায় সবই তৃণমূলের। একই ভাবে জেলায় পঞ্চায়েত সমিতির ৬৬১টি আসনের মধ্যে ৪১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন শাসক দলের প্রার্থীরা। এই আসনগুলি অধিকাংশই খেজুরি-১, ২, ভগবানপুর-২, পটাশপুর-১ ও নন্দীগ্রাম-১ ব্লক এলাকায়। অন্য দিকে, জেলার তমলুক মহকুমার শুধু চণ্ডীপুর ব্লকে গ্রাম পঞ্চায়েতের ১৩৪টি আসনের প্রতিটিতেই তৃণমূল প্রার্থীরা লড়াই করছেন। বাকি পাঁশকুড়া-১ ব্লকে ২০৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ২০৫, কোলাঘাট ব্লকে ২১৭টি আসনের মধ্যে ২১৪, শহিদ মাতঙ্গিনী ব্লকে ১৫২টি আসনের মধ্যে ১৪৮, তমলুক ব্লকে ১৬১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৫৬, ময়নায় ১৫৯টি আসনের মধ্যে ১৫১, নন্দকুমার ব্লকে ১৮৬টির মধ্যে ১৮৩টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে।
গোষ্ঠীকোন্দলের জেরেই যে তৃণমূল প্রার্থী দিতে পারেনি, সেই ছবিটা পরিষ্কার হয়েছে ময়না ব্লকে। এই ব্লকের ১৫৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৫১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এর মধ্যে বাকচায় ৩টি আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করছে তৃণমূল। প্রবল কোন্দলের জেরেই যে ওই আসনগুলিতে প্রার্থী দেওয়া যায়নি, তা মেনে নিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতারাও। ময়না ২ পঞ্চায়েতের ৪টি আসনে আবার কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে তৃণমূল। কংগ্রেসের ব্লক নেতা সন্দীপ সামন্ত বলেন, “ওই আসনগুলিতে ওরা প্রার্থী ঠিক করতে না পেরে আমাদের সমর্থন করবে বলে জানিয়েছে।” তৃণমূলের ময়না ব্লক কার্যকরী সভাপতি সুব্রত মালাকার অবশ্য বলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে ওই পঞ্চায়েতে আমাদের জোট ছিল বলে জোটের স্বার্থে প্রার্থী দিইনি।”
অন্য কারণও যে নেই, এমনটা নয়। জানা গিয়েছে, শহিদ মাতঙ্গিনী ব্লকে এসইউসি-র সঙ্গে বোঝাপড়া করে চারটি আসনে প্রার্থী দেয়নি তৃণমূল। রাজ্যে দু’দলের মধ্যে প্রকাশ্যে কোনও জোট হয়নি বলে এই নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি বিভাস কর। তিনি শুধু বলেন, ‘‘আমাদের ব্লকের ১৫২টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৪টি আসনে স্থানীয় ভাবে মনোনীত নির্দল প্রার্থীকে সমর্থন করা হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.