আবার সম্ভবত খালি হাতেই ফিরতে হচ্ছে কিংবদন্তিকে। পাঁচ বছরের মেজর খেতাব জয়ের খরা কাটছে না টাইগার উডসের। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নশিপেও সমর্থকদের হতাশ করলেন ‘গল্ফ সম্রাট’। তৃতীয় রাউন্ডের শেষে উডস যুগ্ম ভাবে ৩১-এ। শীর্ষে থাকা ফিল মিকেলসন সব মিলিয়ে এক স্ট্রোক এগিয়ে। উডস মিকেলসনের থেকেও ১০ শট পিছিয়ে। চতুর্থ রাউন্ডে অবিশ্বাস্য কিছু না করলে বিশ্বের এক নম্বর গল্ফারকে কেরিয়ারের ১৫ নম্বর মেজর জিততে আরও অপেক্ষা করতেই হবে।
গত মাসে প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে বাঁ হাতের কনুইয়ে চোট মেজরেও টাইগারকে ভোগাতে পারে, এমন আশঙ্কা ছিলই। তা সত্ত্বেও তৃতীয় রাউন্ড দুরন্ত ভাবে শুরু করে সমর্থকদের আশার আলো দেখিয়েছিলেন উডস। কিন্তু সেই শেষ। গোটা রাউন্ডে আর শুরুর দাপট দেখাতে পারেননি। দিনের শেষে হতাশ উডসের মুখেও তাই হতাশার ছাপ স্পষ্ট ছিল। “খুব হতাশ লাগছে। এ সপ্তাহের শুরু থেকে বেশ ভালই ছন্দে ছিলাম বলে মনে হচ্ছিল। কিন্তু কী যে হল! যা চাইছিলাম সে ভাবে খেলতেই পারলাম না। আসলে আউটফিল্ড কতটা ফাস্ট, বুঝতে পারিনি। সেই জন্যই এত খারাপ ফল হল।” পেশাদার কেরিয়ারে নিজের সবথেকে খারাপ ফলকেই আবার স্পর্শ করলেন এ দিন উডস (২১৯)। যে দিন তাঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের জন্য মরিয়া ছিলেন তাঁরই এক সতীর্থ। সের্জিও গার্সিয়া।
গত মাসে উডসকে ‘ফ্রায়েড চিকেন’ বলেছিলেন স্পেনের গার্সিয়া। যার পর প্রচুর জলঘোলা হয়। শেষ পর্যন্ত ক্ষমাও চান তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনের দর্শকরা গার্সিয়াকে ক্ষমা করেননি। খেলার মাঝেই সের্জিওকে লক্ষ করে বার বার কটাক্ষ করেন। সব কিছুই যদিও নীরবে হজম করে নেন গার্সিয়া। |