টুকরো খবর
রাজ্য ক্রীড়ায় পশ্চিমের ৩২
৬৩ তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ (সিনিয়র এবং জুনিয়র) শুরু হচ্ছে আগামী ২০ জুন কলকাতার সাইতে। রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা চলবে ২৩ জুন পর্যন্ত। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পশ্চিম মেদিনীপুর থেকে ৩২ জনের একটি দল যাচ্ছে কলকাতায়। সে জন্য মেদিনীপুরে শিবিরের মাধ্যমে বাছাই পর্ব হয়েছে। ওই শিবিরের সফলরাই রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক সাব কমিটির আহ্বায়ক স্বদেশরঞ্জন পান বলেন, “আমরা রাজ্য প্রতিযোগিতায় জোলার ভাল ফল করার ব্যপারে আশাবাদী।” রবিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিযোগিদের প্রয়োজনীয় কিছু পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে খুদে অ্যাথলিটদের উৎসাহিত করতে তাদের হাতে গোলাপ ফুল ও মিষ্টিও তুলে দেওয়া হয় তাদের হাতে। জেলা দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ইতি বর্মণ।

জেরি ওয়েবার জিতলেন ফেডেরার
উইম্বলডনের আগে আবার ট্রফি জয়ের স্বাদ ফিরে পেলেন রজার ফেডেরার। রাশিয়ার মিখাইল ইউজনিকে হারিয়ে জার্মানির জেরি ওয়েবার ওপেন জিতলেন রজার ফেডেরার। তিন সেটের লড়াইয়ের পরে খেলার ফল দাঁড়ায় ৬-৭, ৬-৩, ৬-৪ ফেডেরারের পক্ষে। “গত দশ মাসে অনেক ট্রফি জিততে না পারলেও আগের থেকে ভাল খেলছি,” ম্যাচ শেষে বলেন ফেডেরার।

মোরিনহোর প্রথম পছন্দ
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ হওয়ার দৌড়ে থাকলেও, অবসর নেওয়ার এক মাস আগেই চেলসিতে ফেরার কথা স্যর অ্যালেক্স ফার্গুসনের কাছে ফাঁস করেছিলেন হোসে মোরিনহো। “যে রকম আমি জানতাম ফাগুর্সন অবসর নেবেন, তেমন উনিও জানতেন আমি চেলসিতে ফিরব।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি বিশ্বের যে কোনও ক্লাবকেই না বলতে রাজি ছিলাম চেলসিতে ফেরার জন্য।” পরের মরসুমের আগে চেলসি ফুটবলারদের জন্য মোরিনহোর একমাত্র নির্দেশ— “ভাল খেললে আমার প্রথম দলে সুযোগ পাবে। নাম দেখে আমি দল সাজাই না।”

ভূপতিদের হার
কুইন্স ক্লাবের ডাবলসের সেমিফাইনালে বিশ্বসেরা জুটির কাছে আটকে গেলেন মহেশ ভূপতি এবং রোহন বোপান্না জুড়ি। উইম্বলডনের সেরা প্রস্তুতি টুর্নামেন্টে মহেশ-রা ৪-৬, ২-৬ হারেন শীর্ষবাছাই মাইক ও বব ব্রায়ানের বিরুদ্ধে। ফরাসি ওপেনে ক্লে-কোর্টে সর্বাধিক গ্র্যান্ড স্লাম (১৪) জয়ের বিশ্বরেকর্ড গড়ার পর কুইন্স ক্লাবেও সেই ফর্মের ঝলক দেখা গেল ব্রায়ান ভাইদের খেলায়। ভারতীয় জুটিকে কোনও সুযোগ তো দেনইনি উল্টে মহেশদের সার্ভিস তিন বার ভেঙে ম্যাচ মুঠোয় পুরে নেন ব্রায়ানরা।

মেয়েদের হার
হকি ওয়ার্ল্ড লিগ তৃতীয় রাউন্ডে ভারতের মেয়েরা ১-৭ গোলে দুরমুশ হল জার্মানির কাছে। গ্রুপ লিগে রিতু রানিদের দ্বিতীয় হারের পর নক আউট পর্যায়ে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। গ্রুপ ‘বি’র অন্য টিম বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করায় ১ পয়েন্টই এখন সম্বল ভারতের মেয়েদের। নক আউটে ভারতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী গ্রুপ ‘এ’র সেরা অথবা রানার্স। জার্মানির বিরুদ্ধে ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে এক মাত্র গোলটি করেন বন্দনা কাটারিয়া।

অনির্বাণ দশম
দেশের বাইরে প্রথম এশীয় ট্যুর খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল অনির্বাণ লাহিড়ীর। কুইন্স ক্লাব গল্ফ টুর্নামেন্টে শেষ পর্যন্ত যুগ্ম ভাবে দশম স্থানে শেষ করেন তিনি। শীর্ষে তাইল্যান্ডের মার্ক সায়েঙ্গ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.