টুকরো খবর
তৃণমূলে যোগ
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন কংগ্রেস সদস্য আব্দুল হালিম, প্রাক্তন সহ-সভাপতি সিপিএমের শিপ্রা বন্দ্যোপাধ্যায়। রবিবার নলহাটি ২ ব্লকের লোহাপুরে স্থানীয় চারুবালা বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা তৃণমূলে যোগ দেন। ওই দু’জন ছাড়া স্থানীয় বারা ২ গ্রাম পঞ্চায়েতের এবং ভদ্রপুর ২ গ্রাম পঞ্চায়েতের দু’জন কংগ্রেস সদস্য-সহ স্থানীয় কংগ্রেস নেতা ভূবন মণ্ডল, ফরওয়ার্ড ব্লক নেতা খাইরুল ইসলাম, সিপিএম নেতা আবু জাহের রানা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা নলহাটি ২ পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ প্রার্থী মহম্মদ গিয়াসউদ্দিনের দাবি, “এ দিন সিপিএম, কংগ্রেস, ফব থেকে প্রচুক কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।” কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা আব্দুল হালিম (পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ) বলেন, “বর্তমানে দিশাহীন কংগ্রেস নেতৃত্বের জন্য দল ছাড়লাম।” চেষ্টা করেও সিপিএমের নেত্রী শিপ্রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।”

মারধরের অভিযোগ
ধার-বাকি নিয়ে বচসার জেরে এক মিষ্টির দোকান মালিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে রাজনগর বাজার এলাকায়। ব্যবসায়ী সমিতির সম্পাদক মাধব দত্ত বলেন, “রাজনগরের ইদগাছার বাসিন্দা, আনারুল খান ও রাজীব খান নামে দুই যুবক মদ্যপ অবস্থায় রাজনগর বাজারের মিষ্টান্ন ব্যবসায়ী কাজল ইন্দ্রের দোকানে ঢুকে ধার-বাকি সংক্রান্ত বিষয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাঁকে মারধর করে নর্দমায় ফেলে চলে যান। ওই সময় বেশিরভাগ দোকান বন্ধ ছিল। আশপাশের দু’একজন ব্যবসায়ী কাজলবাবুকে উদ্ধার করেন।” থানায় লিখিত আভিযোগ বর্ধমানে একটি একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে, নিরাপত্তা ও অভিযুক্তদের ধরার দাবিতে রবিবার রাজনগরে মিছিল করেন ব্যবসায়ীরা। পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে।

লোক-আদালত
রবিবার বোলপুরে হয়ে গেল ‘মেগা লোক-আদালত’। দু’টি বেঞ্চে ২৬৭টি মামলার নিষ্পত্তি হয় এ দিন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “প্রথম বেঞ্চে বিচারক পীযূষ ঘোষ ও মহম্মদ মহসিন মোট ১৫৪ টি মামলার মধ্যে ১৩৪ টি নিষ্পত্তি করেছেন। দ্বিতীয় বেঞ্চে বিচারক মানস বসু ও সুজয় সরকার ১৩৩টি মামলার নিষ্পত্তি করেছেন।” লোক আদালতে সাধারণত ব্যাঙ্ক ঋণ, গাড়ি সংক্রান্ত-সহ একাধিক বিষয় মামলার নিষ্পত্তি হয়ে থাকে। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “বিচারপ্রার্থীদের সুবিধার জন্য ও আদালতে পাহাড় সমান মামলার চাপ কমানোর জন্য এই ‘মেগা লোক-আদালতে’র উদ্যোগে সব স্তর খুশি।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু
সাইকেল নিয়ে পারাপার করার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নলহাটি স্টেশন লাগোয়া রেলগেটে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাকির হোসেন (২৩)। বাড়ি রামপুরহাট থানার আয়াষ গ্রামে। এ দিন সকালে সাইকেল নিয়ে ওই যুবক নলহাটির গোপালপুর গরুরহাটে যাচ্ছিলেন। রেলগেট তখন নামানো ছিল। অপেক্ষা না করেই ওই যুবক লাইন পার হতে যায়। রেলগেটের পশ্চিমপ্রান্ত থেকে পূর্বপ্রান্তে আসার সময়ে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.