নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারুইপুর আদালতে বুম্বা। —নিজস্ব চিত্র |
সারদার বারুইপুর ডিভিশনাল ম্যানেজার বুম্বা ওরফে অরিন্দম দাসের জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। ১৪ দিনের পুলিশি হেফাজতের পরে শনিবার বুম্বাকে বারুইপুর মহকুমা আদালতে এসিজেএম দেবদীপ মান্নার এজলাসে হাজির করানো হয়। বুম্বার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছিল আগেই। তাঁর বিরুদ্ধে এ দিন আরও তিনটি মামলা রুজু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রের খবর। বারুইপুরে এক আমানতকারী উর্মিলা প্রামাণিক আত্মহত্যা করেছেন সম্প্রতি। ওই ঘটনায় বুম্বার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আনা হয়েছে সোনারপুরের দু’টি আর্থিক প্রতারণার মামলাও। এ দিকে মানিক চক্রবর্তী নামে যে আমানতকারী বুম্বার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, এ দিন তিনি সেই অভিযোগ তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন আদালতে। তাঁর যুক্তি, বুম্বা কোনও জালিয়াতি করেননি, সব কিছুর জন্য সারদার কর্ণধার সুদীপ্ত সেন দায়ী। আদালত মানিকবাবুর সেই আবেদন নথিভুক্ত করেছে।
বুম্বার জামিনের আবেদন করে তাঁর আইনজীবী তাপস মণ্ডল বলেন, “সারদার অফিসে বুম্বা চাকরি করতেন মাত্র, কোনও জালিয়াতির সঙ্গে যুক্ত নন। জালিয়াতি যা করেছেন, তা সারদার কর্ণধার সুদীপ্ত সেন। তাই বুম্বাকে আদালত জামিন দিক।” সরকারি আইনজীবী রফিককুর আহমেদ মোল্লা এর বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, “তদন্তের স্বার্থেই বুম্বাকে জামিন দেওয়া উচিত নয়। জেল হেফাজতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা যাবে।” এর পরে বিচারক
বুম্বার জামিনের আবেদন খারিজ করে দেন।
পুরনো খবর: সারদার ব্যবসা দেখত পাঁচ মাথা, জানালেন বুম্বা
|
সাক্ষ্যগ্রহণ শুরুর আগে ঘটনাস্থল ঘুরে দেখল সিআইডি
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী তথা প্রতিবাদী মঞ্চের সম্পাদক বরুণ বিশ্বাস হত্যা মামলায় সোমবার থেকে বনগাঁ মহকুমা আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। তার আগে ঘটনাস্থল ঘুরে দেখলেন ওই মামলার সরকারি আইনজীবী সমীর দাস, সিআইডির তদন্তকারী অফিসার কৌশিক বসাক এবং বনগাঁ জিআরপির ওসি তপজ্যোতি দাস। সমীরবাবু বলেন, “সাক্ষীদের সাক্ষ্য শুরু হওয়ার আগে আমাদের কাজের সুবিধার্থে ঘটনাস্থলে ঘুরে দেখা হল। এ দিন কয়েকজন সাক্ষীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।” উপস্থিত ছিলেন বরুণের দিদি প্রমীলা রায় এবং প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার-সহ মঞ্চের প্রতিনিধিরা। ননীগোপালবাবুর দাবি, “ঘটনার কয়েক জন প্রত্যক্ষদর্শীকে সাক্ষীদের তালিকায় নেওয়া হয়নি। যারা ষড়যন্ত্র করেছিল তারাও গ্রেফতার হয়নি। তাঁদেরকেও গ্রেফতার করে মামলায় যুক্ত করতে হবে। ঘটনার সিবিআই তদন্ত হোক।” প্রসঙ্গত, গত বছর ৫ জুলাই গোবরডাঙা রেল স্টেশনের কাছে বরুণবাবুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বনগাঁ জিআরপি প্রথমে তদন্তভার শুরু করলেও পরে তদন্তভার নেয় সিআইডি। এই খুনের ঘটনায় এখনও ৭ জন গ্রেফতার হয়েছে। তার্জশিট জমা পড়েছে ১০ জনের নামে। সাক্ষী রয়েছেন ৫২ জন। ননীগোপালবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমীরবাবু বলেন, “মামলায় তদন্তের কাজ এখনও শেষ হয়নি। চার্জশিটের বাইরে কেউ যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে বা নতুন কাউকে সাক্ষী হিসাবেও কাউকে পাওয়া গেলে অবশ্যই মামলায় যুক্ত করা হবে।”
পুরনো খবর: বরুণ বিশ্বাস হত্যায় চার্জ গঠন
|
ট্যাঙ্কারে আগুন লেগে যানজট মুম্বই রোডে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দগ্ধ ট্যাঙ্কার।—নিজস্ব চিত্র। |
দুর্ঘটনায় একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় শনিবার ভোরে উলুবেড়িয়ার বীরশিবপুরে ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ হয়ে রইল প্রায় দু’ঘণ্টা। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেই জন্য বীরশিবপুরে সড়কের উপরে অস্থায়ী হাম্প তৈরি করা হয়েছে। এ দিন ভোর তিনটে নাগাদ রাজস্থান থেকে হলদিয়াগামী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই হাম্পের সামনে আচমকা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। পিছনে এসে ধাক্কা মারে আর একটি ট্যাঙ্কার। সংঘর্ষের অভিঘাতে সামনেরটিতে আগুন ধরে যায়।
|
কয়লা বোঝাই লরি ছিনতাই, ধৃত ২ |
কয়লা ভর্তি লরি ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল নিশ্চিন্দা থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বালির দু’নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শানু খান এবং বৈজনাথ রাজবর। ধৃতদের ঝাড়খণ্ডের তেঁতুলমাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতেরা ওই এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন ঝাড়খণ্ড থেকে কয়লা বোঝাই একটি লরি আসছিল। অভিযোগ, ধানবাদের কাছে খালাসিকে গাছে বেঁধে রেখে লরিটিকে ছিনতাই করে শানু ও বৈজনাথ। তারা লরিটিকে নিয়ে কলকাতার দিকে পালিয়ে আসে। শানু লরিটি চালাচ্ছিল। খবর পেয়ে দু’নম্বর জাতীয় সড়কের রাজচন্দ্রপুর টোল প্লাজায় তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার রাতে, টোল প্লাজা পেরনোর সময়ে লরিটিকে পাকড়াও করে পুলিশ।
|
তোলাবাজি করতে এসে শূন্যে গুলি চালিয়ে কয়েক দিন আগে এলাকা ছেড়ে চম্পট দেয় বিনোদ চৌধুরী নামে এক দুষ্কৃতী। শুক্রবার ফের এলাকায় এলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, কয়েক দিন আগে বেলুড় চাঁদমারিতে দল নিয়ে আসে সে। এলাকার ব্যবসায়ীরা দাবি মতো টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। বিনোদের নামে একাধিক তোলাবাজি, ডাকাতির অভিযোগ রয়েছে।
|
অ্যাসবেসটস ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে বাসন্তীর পালবাড়ির ঘটনা। শনিবার বিকেল পর্যন্ত মৃতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ট্রাকটি আটক করা হয়েছে। ধরা হয়েছে চালককে। |