লুইস সুয়ারেজ বনাম আন্দ্রে ইনিয়েস্তা। এডিনসন কাভানি বনাম পেদ্রো। দিয়েগো ফোরলান বনাম দাভিদ ভিয়া। স্প্যানিশ তিকিতাকা বনাম উরুগুয়ের ডিরেক্ট ফুটবল। রবিবার রাতে দুই সম্পূর্ণ ভিন্ন ফুটবল ঘরানার সম্মুখসমর। মঞ্চ, কনফেডারেশন কাপ গ্রুপ বি ম্যাচ। যেখানে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে।
কনফেডারেশন কাপ জিতলে ভিসেন্ত দেল বস্কির স্পেন চলে যাবে ফুটবল ইতিহাসে। পরপর বিশ্বকাপ, ইউরো ও কনফেড কাপ জেতার অভাবনীয় রেকর্ড গড়ে। অন্য দিকে ২০১০ বিশ্বকাপে চতুর্থ হয়ে ও কোপা আমেরিকা জিতে উরুগুয়ের কাছে এ বার সুযোগ প্রমাণ করার যে, সাম্প্রতিক কালে ব্রাজিল-আর্জেন্তিনার যুগ্ম-বাজিকে সরিয়ে দক্ষিণ আমেরিকার আসল শক্তি তারাই। |
চোটের জন্য জাভি আলোন্সো না থাকায় বার্সেলোনার জাভি, বুস্কেতস ও ইনিয়েস্তাকে নিয়ে মাঝমাঠ সাজিয়ে ভিয়াকে নিয়েই স্পেনের প্রথম দল সাজাবেন দেল বস্কি। রক্ষণে থাকবে পিকে-র্যামোস জুটি। ভাল ফর্মে চেলসি জার্সিতে মরসুম শেষ করলেও প্রথম দলে জায়গা সম্ভবত পাবেন না ফের্নান্দো তোরেস। কিন্তু গোলে ভালদেস না কাসিয়াস, সেই নিয়েই সমস্যায় দেল বস্কি। কনফেড কাপে ‘ফেভারিট’ তকমা পেলেও, কোনও মতেই টুর্নামেন্টকে হাল্কা ভাবে নিচ্ছেন না স্পেনের কোচ। “আমরা এখন ভাল ফর্মে থাকলেও অন্য সব দলেরই ক্ষমতা আছে ট্রফি জেতার।” কোচের সঙ্গে একমত ইনিয়েস্তাও বলছেন, “ট্রফি জেতার সেরা বাজি আমরা। কিন্তু গত কয়েক বছরে সব দলেরই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে স্পেনকে হারানো।” |
স্পেন |
• ২০০৯-এর তৃতীয় স্থানের পর কনফেড কাপে দ্বিতীয় বার।
• শেষ ২২ ম্যাচে অপরাজিত (জয় ১৭, ড্র ৫)। শেষ হার ২০১১ নভেম্বরে, ইংল্যান্ডের কাছে ০-১।
• বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ১২ ম্যাচে গোল দিয়েছে ৩১। ২০১২ ইউরো সেমিফাইনালে নির্ধারিত সময়ে পর্তুগালের সঙ্গে গোলশূন্য থাকার থেকে সব ম্যাচে গোল করেছে।
• উরুগুয়ের বিরুদ্ধে ৬ সাক্ষাতে স্পেন জয়ী ৩ বার, ড্র ৩। শেষ দেখা গত ফেব্রুয়ারিতে কাতারে। স্পেন জেতে ৩-১। |
উরুগুয়ে |
• চলতি মাসে পর পর ফ্রান্স ও ভেনিজুয়েলাকে হারিয়ে আত্মবিশ্বাসী।
• শেষ পাঁচ ম্যাচে জয় ২, হার ২, ড্র ১। শেষ হার চলতি বছরের ২৭ মাচর্র্, চিলির কাছে ০-২।
• দেশের হয়ে শেষ ১৩ ম্যাচে ১০ গোল লুইস সুয়ারেজের।
• গত জুনে ভেনিজুয়েলার বিরুদ্ধে গোল করার পর ১১ ম্যাচে গোলশূন্য প্রধান তারকা দিয়েগো ফোরলান। |
|
অন্য দিকে ইতালিয়ান ও ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় থাকা এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ জুটি-সহ দিয়েগো ফোরলানকে নিয়ে প্রথম দল গড়বেন উরুগুয়ে কোচ ওস্কার তাবারেজ। আর টুর্নামেন্টে তাঁদের প্রথম ম্যাচে নামার আগে সুয়ারেজ বলে রাখছেন, “আমি যাচ্ছি ব্রাজিলে দলকে কাপ জেতানোর জন্য। দেশকে জেতানোর জন্য ভাল খেলতে চাই।” গত ফেব্রুয়ারিতে এই স্পেনের কাছেই ৩-১ হেরেছিল তাবারেজের দল। রবিবার ফোরলানরা বদলার ম্যাচে নামার আগে আবার গ্রুপ ‘এ’-র লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইতালি এবং মেক্সিকো। ম্যাচে প্রথম দলে থাকলে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামেই শততম ক্যাপ পাবেন আন্দ্রে পিরলো। মেক্সিকোর বিরুদ্ধে শেষ ১১ সাক্ষাতে শুধু এক বার হেরেছে ইতালি। আর কোচ প্রান্দেলি বলছেন, “আশা করব মেক্সিকোর বিরুদ্ধে খুব ভাল শুরু করবে দল।” জাভিয়ের হার্নান্দেজকে মার্ক করাই তাঁর টিমের আসল কাজ হবে বলে প্রান্দেলি আরও বলেছেন, “হার্নান্দেজ গোল চেনে ভাল। ওকে শান্ত রাখতেই হবে।” |