|
|
|
|
অবৈধ খনন দুর্নীতি |
মোদী-ঘনিষ্ঠ মন্ত্রীর ৩ বছর জেল |
সংবাদসংস্থা • রাজকোট |
বিজেপি যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছে, তখনই বড়সড় ধাক্কা খেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। আজ তাঁরই মন্ত্রিসভার সদস্য বাবুভাই বোখারিয়াকে ২০০৬ সালের অবৈধ চুনাপাথর খনন মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিল পোরবন্দরের এক আদালত। সেই সঙ্গে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী বোখারিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সি ভি পণ্ড্যা। সাজা ঘোষণার পরে তাঁকে জেলে নিয়ে যায় পুলিশ। তবে হাইকোর্টে আবেদন করার জন্য মন্ত্রীকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
বোখারিয়ার সঙ্গে এই মামলায় আরও তিন জনকে তিন বছরের জেল ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। তাঁরা হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ভরত ওদেদরা, গ্যাংস্টার ভীম দুলা ওদেদরা এবং তাঁর ছেলে লক্ষ্মণ দুলা ওদেদরা।
বাবুভাই বোখারিয়া |
সম্প্রতি মোদীকে দলের মুখ হিসেবে তুলে ধরায় লালকৃষ্ণ আডবাণী দলের তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কোনও রকমে আডবাণীকে ইস্তফা প্রত্যাহার করান রাজনাথ সিংহ-অরুণ জেটলিরা। সেই সঙ্কট কাটতে না কাটতেই মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বোখারিয়া ৫৪ কোটি টাকার অবৈধ খনন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ফের চাপে দল। চাপ বাড়াতে দেরি করেনি কংগ্রেসও। গুজরাত বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা শক্তিসিন গোহিলের কটাক্ষ, “মোদী সরকারের আসল চেহারা বেরিয়ে পড়েছে।” উল্টো দিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপি জানিয়েছে, দল বিচারব্যবস্থাকে সম্মান করে।
২০০৬-এ এই অভিযোগ ওঠার সময়ে বোখারিয়া বিধায়ক বা মন্ত্রী ছিলেন না। তখন পোরবন্দরের কাছে জিনজারকা গ্রামে চুনাপাথর খননের স্বত্ব ছিল সৌরাষ্ট্র কেমিক্যাল কোম্পানির হাতে। সংস্থার চেয়ারম্যান উমেশ ভাবসার অভিযোগ করেন, বোখারিয়া, ভরত, ভীম এবং লক্ষ্মণ অবৈধ ভাবে খনন চালাচ্ছেন এবং খোলা বাজারে চুনাপাথর বিক্রি করছেন। এর জন্য সংস্থার ৫৪ কোটি টাকা ক্ষতি হয়েছে।
অভিযোগ পেয়ে ২০০৭ সালে বোখারিয়াকে গ্রেফতার করে পোরবন্দর পুলিশ। পরে তিনি জামিন পান। গত বিধানসভা ভোটে পোরবন্দর কেন্দ্র থেকে গুজরাত কংগ্রেসের সভাপতি অর্জুন মোদওয়াদিয়াকে হারিয়ে বিধায়ক হন বোখারিয়া। পান জলসম্পদ উন্নয়নের কুর্সি। তবে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বোখারিয়াকে কেন মোদী বিধানসভার টিকিট দিলেন বা মন্ত্রী করলেন উঠছে সেই প্রশ্নও। |
|
|
|
|
|