টুকরো খবর |
সিঁড়ি থেকে পড়ে জখম ছাত্র, অভিযুক্ত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
শিক্ষকের ‘ধমকে’ ভয় পেয়ে ছুটে পালাতে গিয়ে এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ উঠল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, প্রসেনজিত্ রায়বর্মণ নামে ওই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। বুধবার হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যামন্দির স্কুলে ঘটনাটি ঘটে। স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রমা দেওয়ান জানান, এ দিন বিষ্ণু জামাতিয়া নামে এক শিক্ষকের ‘ধমকে’ ছুটে পালাতে গিয়ে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় সপ্তম শ্রেণির ছাত্র প্রসেনজিত্। মাথায় গুরুতর আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে।এক শিক্ষক জানান, আহত ছাত্রকে প্রাথমিক চিকিত্সার চেষ্টা করা হয়। তাতে লাভ হয়নি। এরপরই বাড়িতে খবর পাঠান স্কুল কর্তৃপক্ষ। প্রসেনজিতের মা সরস্বতী ভট্টাচার্য অভিযোগ করেছেন, প্রসেনজিতের অসুস্থতার খবর কিছুটা দেরিতে তাঁকে জানানো হয়েছিল। ছেলেকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেনি স্কুল কর্তৃপক্ষ। প্রসেনজিতকে বাড়িতে নিয়ে যাওয়ার পরও জ্ঞান ফেরেনি। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা অবশ্য ওই ছাত্রকে সে দিনই অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান সরস্বতীদেবী। তাঁর প্রশ্ন, “আমার ছেলে পড়ে গিয়ে জ্ঞান হারানোর পর চিকিত্সককে না ডেকে বাড়িতে কেন খবর পাঠানো হল? স্কুলের পাশে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও কেন করা হল না?’’ স্কুলের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষক বিষ্ণু জামাতিয়া ছাত্রটিকে মারধর বা ধমকের কথা অস্বীকার করে বলেন, ‘‘ক্লাস শুরুর আগে প্রার্থনার জায়গায় যেতে বলা হয়েছিল ছাত্রদের। তখনই ছুটতে গিয়ে সিঁড়িতে পড়ে যায় প্রসেনজিত্। দুর্ঘটনার ১৫ মিনিটের মধ্যেই আমরা ওর বাড়িতে যোগাযোগ করি।’’
|
খোঁজ মিলল জঙ্গিনেতার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
১০ দিন পর ফিরলেন এএনভিসি (বি) চেয়ারম্যান রিম্পু মারাক। ৫ জনের পর থেকে তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। ওই সংগঠন অভিযোগ তুলেছিল, পুলিশ তাদের নেতাকে অপহরণ করেছে। রিম্পু না-ফিরলে নাশকতার রাস্তায় এগনোর হুমকি দেওয়া হয়। সংগঠনের প্রচার সচিব দোয়াং শিরা দাবি করেছেন, পশ্চিম গারো হিল এলাকা থেকে ‘অপহৃত’ দলনেতাকে উদ্ধার করা হয়েছে। শিরার অভিযোগ, অবিলম্বে চূড়ান্ত শান্তিচুক্তি করতে চান রিম্পু। কিন্তু সরকার রাজি নয়। তাই ওই দলের নেতা-সদস্যদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে।
|
ধৃত মাদক পাচারকারী
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কাল আইজলে একটি লরিতে তল্লাশি চালান মিজোরাম পুলিশের ‘স্পেশাল নারকোটিক ব্যুরো’র অফিসাররা। ওই লরিতে সিমেন্টের বস্তার নীচে ৮৪ কিলোগ্রাম মাদক ট্যাবলেট লুকানো ছিল। যার বাজারদর ৩৮ লক্ষ টাকার কাছাকাছি। চালককে গ্রেফতার করা হয়। মায়ানমারে পাচারের জন্য ট্যাবলেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
|
উদ্ধার বিস্ফোরক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কামরূপের বকো এলাকার গ্রামে একটি বাড়ি থেকে দুটি শক্তিশালী বিস্ফোরক (আইইডি) উদ্ধার করা হয়েছে। বোমা বিশেষজ্ঞরা সে গুলি নিষ্ক্রিয় করেন। চারজনকে গ্রেফতার করা করেছে।
|
প্রয়াত সত্যপাল
নিজস্ব সংবাদদাতা • অমৃতসর |
জীবনাবসান হল প্রবীণ কমিউনিস্ট নেতা সত্যপাল ডাংয়ের। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৯৩ বছরের ডাং। ১৯৬৭ সালে পঞ্জাবের তত্কালীন মুখ্যমন্ত্রী গুরুমুখ সিংহ মুসাফিরকে ভোটে হারিয়ে জাতীয় রাজনীতিতে নজর কাড়েন ডাং। |
|