পাকিস্তানে জঙ্গি হানা, হত ১১ জন ছাত্রী |
আরও একবার জঙ্গিদের নিশানায় পাকিস্তান। আজ বিকেলে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটা শহরে স্থানীয় সর্দার বাহাদুর খান মহিলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয় ১১ জন ছাত্রীর। এই ঘটনায় আহত হন প্রায় ২২ জন। এর কিছুক্ষণ পরে আহতদের স্থানীয় বোলান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ১ ডেপুটি কমিশনারের। জঙ্গিরা হাসপাতালের দখল নিয়েছে বলে জানা গেছে। বোলান মেডিকেল কলেজ-সহ এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
|
পঞ্চায়েত ভোটের আগে অশান্তি অব্যাহত রাজ্যে। রাজনৈতিক সন্ত্রাসে এবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লোবো গ্রাম। ব্যাপক বোমাবাজি ও এলোপাথাড়ি গুলি চালিয়ে স্থানীয় সিপিএম নেতা ভাস্কর মজুমদারকে খুন করে একদল দুষ্কৃতী৷ তারা বেশ কিছু বাড়িও ভাঙচুর করে আগুন লাগায় বলে অভিযোগ। স্থানীয় কৃষি জমি রক্ষা কমিটির অভিযোগ জমি দখলের উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসেই এই ঘটনা ঘটিয়েছে।
|
নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বেনেপাড়ায় একাদশ শ্রেণির এক ছাত্রকে খুন করল কয়েক জন দুষ্কৃতী। নিহত মৃন্ময় সিংহকে কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের লোকজনের। মৃন্ময় তৃণমূল সমর্থক ও তাঁর দাদা তৃণমূল ছাত্র পরিষদের নেতা। কীর্তনের আসরে মৃন্ময়ের দাদার সঙ্গে দুষ্কৃতীদের বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। খুনের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে তৃণমূল। তবে এই অভিযোগ নস্যাত্ করেছে সিপিএম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দুর্গাপুরে মহিলার দেহ উদ্ধার |
আজ সকালে দুর্গাপুরের সেপকো আবাসন থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভারতী ভট্টাচার্য নামে ওই মহিলা দুর্গাপুর স্টিল প্লান্ট-এ (ডিএসপি) কর্মরত ছিলেন। তাঁর স্বামীও ওই সংস্থায় চাকরি করতেন। স্বামীর মৃত্যুর পর সেই চাকরি ভারতীদেবী পান বলে জানা গিয়েছে। তাঁর একটি প্রতিবন্ধী সন্তানও আছে। আবাসনে ভারতীদেবীর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে জানিয়েছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। তাই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুরের মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|