গলায় শাড়ির ফাঁস দেওয়া এক কলেজ ছাত্রীর দেহ উদ্ধার হল হাবরায়। মিঠু বারুই (১৯) নামে গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী থাকতেন সলুয়া ৩ নম্বর গভর্নমেন্ট কলোনিতে। প্রণয়ঘটিত সমস্যার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এক যুবকের নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে থানায়। মেয়েটির পরিবারের অভিযোগ, ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিঠুর। কিন্তু বিয়েতে বেঁকে বসেছিলেন ওই যুবক। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মিঠু একা বাড়িতে ছিলেন। তাঁর ভাই বাড়ি ফিরে দেখেন ঘর বাইরে থেকে শিকল দেওয়া। ভিতর থেকেও বন্ধ ছিল। জানলার ফাঁক দিয়ে চোখে পড়ে, ঘরে ঝুলছে ওই তরুণীর দেহ। দরজা ভেঙে মিঠুকে নিয়ে যাওয়া হয় মছলন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিঠুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
|
লোকসভা ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ-কংগ্রেসি, অ-বিজেপি শক্তিকে সংগঠিত করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই আহ্বানকে কটাক্ষ করে সিপিএম বিধায়ক রেজ্জাক বললেন, “পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনে লড়াই করে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।” ২০১৬ সালে সিপিএম ফের এ রাজ্যে ক্ষমতায় আসছে বলেও এ দিন দাবি করেন তিনি। বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় এলে সারদা কাণ্ডের সিবিআই তদন্ত করিয়ে অভিযুক্তদের জেলে ঢোকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী রেজ্জাক। বৃহস্পতিবার বিকেলে বাসন্তীর ভারতীর মোড়ে বামফ্রন্টের জনসভায় উপস্থিত ছিলেন ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করে রেজ্জাক বলেন, “পিঁপড়ের যেমন পাখনা ওঠে মরবার জন্য, তেমনি হয়েছে তৃণমূলের। রেজ্জাক ছাড়াও ছিলেন প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর, সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, আরএসপির জেলা সম্পাদক চন্দ্রশেখর দেবনাথ। সুভাষবাবু অভিযোগ করেন, চড়াবিদ্যা, চুনাখালি, ভাঙড়-সর্বত্র ভয় দেখিয়ে বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়েছে তৃণমূল।
|
অটো উল্টে মারা গেলেন এক ব্যক্তি। জখম এক শিশু-সহ কয়েক জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জে। পুলিশ জানায়, মৃতের নাম জ্যোতিন্দ্রনাথ মণ্ডল (৫৪)। বাড়ি নেবুখালি গ্রামে। বসিরহাটের পূর্ত দফতরের কর্মী ওই ব্যক্তি জামাইষষ্ঠী উপলক্ষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরে অটোতে অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধের বিক্ষোভ দেখান বাসিন্দারা।
|
এক কংগ্রেস কর্মীর বাড়ি থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ এবং ১৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুলপির দৌলতাবাদ গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মতিউদ্দিন সর্দার নামে ওই কংগ্রেস কর্মী পলাতক। কুলপি-২ ব্লকের কংগ্রেস সভাপতি তাপস পাহাড়ির দাবি, “পুলিশ ও তৃণমূল এক সঙ্গে মিলে আমাদের ওই কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।” তৃণমূল অভিযোগ মানেনি।
|
বারাসতের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বসিরহাটে ধিক্কার মিছিল করে বামপন্থী ছাত্র-যুব ও মহিলা সংগঠন। মোমবাতি জ্বালিয়ে মৃত ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানান হয়।
|
লরির ধাক্কায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নাম সুষমা সিকদার (১৭)। বাড়ি গাংনাপুর স্টেশন-সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার সকালে। |