আগামী লোকসভা নির্বাচনের পরে তৃণমূল ফের বিজেপির সঙ্গে জোট করবে বলে দাবি করলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।
বৃহস্পতিবার দুপুরে হাসনাবাদ ফুটবল মাঠে বামফ্রন্টের কর্মিসভা হয়। সেখানেই এই মন্তব্য করেন গৌতমবাবু। তাঁর দাবি, “আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচন হবে। তার আগে এ রাজ্য পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। ভারতবর্ষ কে চালাবে, সেটা ঠিক হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। তাঁর সংযোজন, “গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে কে কোথায় জিতবে সেটা বড় কথা নয়, আমাদের লক্ষ্য বেশি করে জেলা পরিষদ আসনে জয়ী হওয়া। তা হলেই কেন্দ্রীয় রাজনীতিতে আমাদের গুরুত্ব বাড়বে।” |
কেন্দ্রীয় রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “মন্ত্রী হওয়ার জন্য নয়, কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে অন্তত ৫০ জন সাংসদ নিয়ে কেন্দ্রে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও তিন বছর রাজ্য চালালে ক্ষতি নেই, কিন্তু আমাদের বিজেপিকে ঠেকিয়ে দেশরক্ষা করতে হবে।”
এ দিনের সভা থেকে তৃণমূলকেও তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “উনি (মমতা) মিথ্যা কথা বলছেন। তিনি মুসলিম ভোট পাওয়ার জন্য নাটক করছেন।” উপস্থিত কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি জানান, তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের দলে টানতে হবে। না হলে দলের ফল ভাল হবে না।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইয়ের জেলা সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “রাজ্য একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তুচ্ছ ঘটনা।” |