গ্রাম পঞ্চায়েত আসনে প্রার্থিপদ প্রত্যাহার করেননি। এ বার সেই সিপিএম প্রার্থীর বাড়ির সামনে মিলল সাদা থান-কাপড়, আলতা-সিঁদুর। অভিযোগ, প্রার্থীকে ভয় দেখাতেই এই কাণ্ড করেছে তৃণমূলের লোকজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বনশ্যামনগর পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথে। বিডিও এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন সিপিএম প্রার্থী তাপসী বাগ। পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিও অচিন্ত্য হাজরা।
মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাপসীদেবীকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মনোয়ন প্রত্যাহারের শেষ দিন, গত ১০ জুন সকালে বাড়ির দরজা খুলে দেখেন কাগজের খাম পড়ে আছে। সেখানে একটি চিঠি ছিল। তাতে বলা হয়, মনোনয়ন তুলে নিলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। না হলে সাদা থানা পাঠানো হবে।
বৃহস্পতিবার সকালে সেই ঘটনাই ঘটে। সাদা থান, আলতা-সিঁদুর ছাড়াও তাপসীদেবীর বাড়ির সামনে পড়েছিল মরা কেউটে সাপ। এ বারও কাগজের প্যাকেটে হুমকি-চিঠি ছিল। তাপসীদেবীর শ্বশুর দুর্যোধন বাগ বলেন, “বউমা প্রার্থী তোলেনি বলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।”
স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর জানার বক্তব্য, “এ ভাবে সাদা থান পাঠিয়ে ভয় দেখানোর ঘটনা সিপিএমের আমলে ঘটত। যারা এমন কাণ্ড করেছে, তারা আমাদের দলের কেউ নয়। আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
পাথরপ্রতিমার ব্লকেরই হেড়ম্ব গোপালপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথের সিপিএম প্রার্থী বুধবার বিকেলে প্রচারে বেরোলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোট শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রচার করবেন না বলে মুচলেকা লিখে তবে ছাড়া পান বলে সিপিএমের দাবি। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। যদিও সিপিএমের পাথরপ্রতিমা জোলান কমিটির সদস্য সত্যরঞ্জন দাসের দাবি, বনশ্যামনগর, হেড়ম্ব গোপালপুর-সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। |