টুকরো খবর |
নিগ্রহের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
স্কুল ফেরত তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগে পুলিশ বিশ্বজিৎ জোয়ারদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। আদতে তেহট্টের ছাতল এলাকার বাসিন্দা বিশ্বজিতের মোটরবাইকের গ্যারাজ রয়েছে হাঁসখালির নতুন ইটেবেড়ে এলাকায়। সেই সুবাদে সেখানেই বাস তার। বুধবার দুপুরে গ্রামেরই স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। অভিযোগ, বিশ্বজিৎ জোর করে তাকে গ্যারাজে ভিতরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। বৃহস্পতিবার সকালে ওই পড়ুয়া তার বাড়ির লোককে সমস্ত ঘটনা জানায়। গ্রামের লোকজন ধরে বেদম প্রহার করে ওই যুবককে। পুলিশ এসে তাকে উদ্ধার করে। ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে বিশ্বজিতকে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।”
|
ছাত্র সংঘর্ষ জখম ৫
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
ছাত্র ভর্তিতে কোন পক্ষের আধিপত্য থাকবে, তা নিয়ে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন জখম হয়েছে। তাঁদের বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দু’জনকে বহরমপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলডাঙা এসআরএফ কলেজে চলছিল ভর্তি প্রক্রিয়া। অভিযোগ, ক্ষমতাসীন ছাত্র পরিষদ গায়ের জোরে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছিল। হঠাৎ পড়ুয়াদের লাইন লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। জনা কয়েক পড়ুয়া জখম হন। ছাত্র পরিষদের দাবি, আহতদের মধ্যে আমাদের সমর্থকরাই সংখ্যাধিক্য। যদিও কোনও পক্ষই অভিযোগ জানাতে পুলিশ পর্যন্ত পা মাড়ায়নি। কলেজের ভারপ্রাপ্তা অধ্যক্ষা সুজাতা মুখোপাধ্যায় বলেন, “দুই দল ছাত্রের ঝামেলায় কয়েক জন জখম হয়েছেন। কলেজের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
|
গেদে কাণ্ডে গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
নদিয়ার গেদেয় কিশোরীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল
করেন কৃষ্ণগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
গেদে সীমান্ত এলাকায় ধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ বৃহস্পতিবার বিশু ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি হাঁসখালির পিপুলবেড়িয়া গ্রামে। এই নিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গ্রেফতার করা হয়েছিল বিমল ও ভরত সর্দারকে। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ধৃত তিন জনকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলছে।” সোমবার স্কুল থেকে ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছিছিকার রব ওঠে রাজ্যময়। বুধবার এলাকার মানুষের ক্ষোভ প্রশমনে ওই ছাত্রীর বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক সুশীল বিশ্বাস। বৃহস্পতিবার যান গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এদিন এলাকায় শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা ছাত্রীদের নিরাপত্তার দাবিতে মৌন মিছিলের আয়োজন করে।
|
পুরনো খবর: ছাত্রীকে ধর্ষণ করে খুন সীমান্তের গ্রামে
|
প্রচারে বাধা, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার ধানতলা থানার রঘুনাথপুর হিজুলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীদের আরও অভিযোগ, দেওয়াল লিখনে বাধা দেওয়া হচ্ছে। এমনকী মারধরের অভিযোগও উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট-২ নম্বর ব্লকের রঘুনাথপুর-হিজুলি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত ১৭টি আসনের মধ্যে ১১টিতে কংগ্রেস প্রার্থীরা লড়াই করছে। অন্য ২টি আসনে তারা নির্দল প্রার্থীদের সমর্থন করছে। কংগ্রেস প্রার্থী ষষ্ঠীচরণ দাল বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভয় দেখানো হচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের জন্য কর্মীদের মারধরও করা হচ্ছে।” অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বাণী রায় বলেন, “আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কংগ্রেস প্রার্থীরা মিথ্যা প্রচার করছে।”
|
জলে ডুবে মৃত্যু কৃষ্ণনগরে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভাগীরথীতে স্নান করতে নেমে অশোক প্রামাণিক (৫২) নামে ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে। বাড়ি শান্তিপুরের বৈষ্ণবপাড়া এলাকায়। পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই ব্যক্তি স্নান করতে ভবারচর এলাকায় ভাগীরথীর জলে নামেন। তারপর থেকে তাঁর খোঁজ মেলেনি। বৃহস্পতিবার বিকেলে তাঁর দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
|
ভাইকে খুনের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ভালুকা-নতুনপাড়া এলাকার বাসিন্দা দাদা চাঁদু মাঝির বাড়িতে ভাই মানব মাঝির (২৫) দেহ মেলে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক চাঁদু। মৃতের কাকা মনোরঞ্জন মাজি কৃষ্ণনগর থানায় চাঁদুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন। কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলার জেরেই এই খুন। অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।”
|
বিনা বাধায় জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
গ্রাম পঞ্চায়েতের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল কংগ্রেস। বুধবার মনোনয়নপত্র পরীক্ষার সময় বিরোধী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে বেলডাঙা-১ ব্লকের কাপাসডাঙা গ্রাম পঞ্চায়েতের ওই আসনটিতে বিনা বাধায় জিতল কংগ্রেস।
|
দেহ উদ্ধার |
কৃষ্ণনগরের গোয়াড়িবাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরের ঘটনা। |
|