টুকরো খবর |
বাবা সিপিএম প্রার্থী, ছেলেকে তাড়াল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পঞ্চায়েত নির্বাচনে বাবা সিপিএমের প্রার্থী। তাই ছেলেকে কারখানা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এমনই একটি অভিযোগ জমা পড়েছে হলদিয়ার উপ-শ্রম আধিকারিকের দফতরে। অভিযোগকারী শ্রমিক তিমির মণ্ডল হলদিয়ার মিৎসুবিশি কারখানার ঠিকাকর্মী। তাঁর বাবা সনৎ মণ্ডল এ বার সুতাহাটার বানেশ্বরচকে ৯১ নম্বর পঞ্চায়েতের আসন থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন। তিমিরবাবুর অভিযোগ, “গত শুক্রবার থেকেই বেশ কয়েকবার বাবার মনোনয়ন প্রত্যাহারের জন্য তৃণমূলের তরফে হুমকি দেওয়া হয়। বাবা তা মানেননি। বুধবার কারখানায় ঢুকতে গেলে আইএনটিটিইউসি নেতা মিলন মণ্ডলের নির্দেশে সুব্রত জানা ও মনোরঞ্জন জানা ধাক্কা দিয়ে বের করে দেয় আমাকে। আর কাজে আসতে হবে না বলে বলেছে। আমি পরিবার নিয়ে কোথায় যাব?” সিটু নেতা সুদর্শন মান্নার অভিযোগ, “হলদিয়ায় প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। তিমির ছাড়াও চার জনের এ ভাবে কাজ গিয়েছে। আমরা আন্দোলনে যাব।” অভিযুক্ত আইএনটিটিইউসি কর্মী সুব্রত জানার অবশ্য দাবি, “বিষয়টি আমি জানিই না। আমাদের সঙ্গে প্রতিটি শ্রমিকের সম্পর্ক ভাল। যে কেউ অভিযোগ করতেই পারে। তবে, তা ঠিক নয়। প্রশাসনিক তদন্তের জন্য প্রস্তুত রয়েছি।” তৃণমূল শ্রমিক নেতা মিলন মণ্ডলও অভিযোগ অস্বীকার করেছেন।
|
অতীতে সিপিএমের ভূমিকায় এখন তৃণমূল, মত প্রদীপের
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
কর্মী সম্মেলনে প্রদীপ ভট্টাচার্য। |
অতীতের সিপিএমের ভূমিকা এখন নিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে ভগবানপুরের বাজকুলে দলের এক কর্মিসভায় এই ভাষাতেই সিপিএম ও তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বাজকুল মিলন মঞ্চের ওই সভায় উপস্থিত ছিলেন দলের অঞ্চল, ব্লক ও জেলা স্তরের নেতা কর্মীরা। তিনি বলেন, “রাজ্যে হওয়া পরিবর্তন আসলে সন্ত্রাসবাদীদের মুখের পরিবর্তন। সভায় প্রদীপবাবু অভিযোগ করেন, তৃণমূল দলীয় কর্মী ও গুণ্ডাবাহিনী নিয়ে এসে জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে। খেজুরি, নন্দীগ্রামের মতো যেসব জায়গায় আগে সিপিএমের সন্ত্রাসে তৃণমূল ও কংগ্রেস কথা বলতে পারত না, সেখানে এখন উল্টো ছবি। আর এসবের বিরুদ্ধে কংগ্রস প্রর্থীরা লড়াই চালিয়ে যাচ্ছেন বলেই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে।” বেশি মিটিং-মিছিল না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রার্থীদের প্রচার করার প্রস্তাব দেন তিনি। এ দিনই পটাশপুর ২ ব্লকের খড়াইতে কর্মিসভা করেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। সভায় তৃণমূলের সন্ত্রাস নিয়ে সরব হন তিনি। ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে প্রচার করার জন্য প্রার্থীদের পরামর্শ দেন রবীনবাবু।
|
যুবকের মৃত্যুর জেরে মদ ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক যুবকের মৃত্যর জন্য তার মদ খাওয়াকে দায়ী করে উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালালেন চোলাই ব্যবসায়ীর বাড়িতে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার আড়র গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল ব্যবত্তা (৩২)। পেশায় কাঠের রঙ মিস্ত্রি ওই যুবকের বাড়ি আড়র গ্রামেই। বুধবার রাতে স্থানীয় আড়র বাজারে এসেছিলেন ওই যুবক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে খালের জলে ওই যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। চোলাই খেয়ে বাড়ি ফেরার পথে খালের জলে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে রটে গ্রামে। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই যুবকের মৃতদেহ নিয়ে স্থানীয় বাজারে দু’টি চোলাই মদের ঠেক ভাঙচুর করেন। স্থানীয় চোলাই বিক্রেতা পুষ্প মাজীর মদের দোকান-সহ বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান ও জিনিসপত্র লুঠপাঠ করেন। পরে পুলিশ গ্রামে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
|
চণ্ডী করণের ভোট-ডিউটি |
নেতাই-কাণ্ডে ‘মোস্ট ওয়ান্টেড’ সিপিএম নেতা চণ্ডী করণেরও ভোটের ডিউটি পড়ল। ২০১১-এর ৭ জানুয়ারি নেতাই গ্রামে সিপিএমের সশস্ত্র শিবির থেকে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত চণ্ডীবাবু লালগড়ের নছিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১১ সালের ১ মে থেকে আর স্কুলে যাননি ‘ফেরার’ চণ্ডীবাবু। দিন পাঁচেক আগে তাঁর নামে ‘ফোর্থ পোলিং অফিসারে’র ডিউটি-চিঠি পেয়ে হতবাক বিনপুর প্রাথমিক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নীহাররঞ্জন ঘোষ। প্রশাসনের কাছে চণ্ডীবাবু দীর্ঘ দিন এলাকাছাড়া বলে জানানোর পরেও কী ভাবে ভোটের ডিউটি-চিঠি এল? জানে না প্রশাসনও।
|
ডুবে মৃত্যু |
জলে ডুবে মৃত্যু হল এক বালকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে এগরা শহরের ৪ নম্বর ওয়ার্ডের অলুয়াঁ এলাকায়। মৃতের নাম রাজু জানা (৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সে বাড়ির পুকুরে স্নান করে ফের অন্য একটি পুকুরে আবার স্নান করতে চলে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে পুকুরে তার দেহ মেলে। তবে সাঁতার জানা রাজু কী ভাবে জলে ডুবে মারা গেল সে নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। |
|