|
|
|
|
যুব বিশ্বকাপে সবুজ সঙ্কেত সরকারের |
যুবভারতীতেও দেখা যেতে পারে ম্যাচ
নিজস্ব প্রতিবেদন |
যুবভারতীর গ্যালারিতে বসেই বিশ্বকাপ ফুটবল!
সব কিছু ঠিকঠাক চললে চার বছর পর ভারতীয় ফুটবলের মক্কায় বসে দেখা যেতেই পারে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কলকাতায় তো বটেই, সেক্ষেত্রে ভারতেও প্রথম বার অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের কোনও মেগা ইভেন্ট।
বৃহস্পতিবারই ২০১৭ বিশ্বকাপের জন্য নিলামে অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ফুটবলের এই মহাযজ্ঞ সম্পন্ন করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) কর্তারা দেশের যে পাঁচটি শহরকে বেছেছেন তার মধ্যে রয়েছে কলকাতার নাম। যা আরও জোর পেয়েছে ফেডারেশন সচিব কুশল দাসের মন্তব্যে। আনন্দবাজারকে এআইএফএফ সচিব এ দিন বলেছেন, “নিলাম হবে ডিসেম্বরে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতে এলে কলকাতা আমাদের পছন্দের তালিকায় রয়েছে।” কলকাতার সঙ্গে বিশ্বকাপ সংগঠনের জন্য দেশের বাকি যে রাজ্যগুলোকে এআইএফএফ বেছেছে, তার মধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটক। |
|
কেন্দ্রীয় সরকারের এ দিনের উদ্যোগ দেখে শহরের ফুটবলপ্রেমীরা খুশি হলেও পরিকাঠামো নিয়ে সমান্তরাল আশঙ্কাও রয়েছে শহরবাসীর মধ্যে। কারণ, অতীতে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করে কৃত্রিম মাঠ এবং স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে ভ্রু কুঁচকেছিলেন ফিফা প্রতিনিধিরা। দু’বছর আগে এই পরিকাঠামো ঠিকঠাক না থাকাতেই শহর থেকে সরে গিয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। ক্রীড়াপ্রেমীদের মধ্যে তাই প্রশ্ন, এ বারও সে রকম কিছু ঘটবে না তো? ফুটবলপ্রেমীদের যে আশঙ্কা শুনে ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত বললেন, “যুবভারতীর ফিল্ড টার্ফ, স্টেডিয়ামের পরিকাঠামো এবং শহরের অতিথি আপ্যায়ন ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু চার বছর অনেকটা সময়। তা ছাড়া পরিকাঠামো উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্য সরকারকে মোট ৯৫ কোটি টাকার অনুদান দেবে। সুতরাং কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ না হওয়ার কোনও কারণ নেই।”
ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, সেপ্টেম্বরের মধ্যেই নিলামে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র ফিফায় পাঠিয়ে দেওয়া হবে। ভারতের সঙ্গে বিশ্বকাপ পাওয়ার এই দৌড়ে রয়েছে আয়ার্ল্যান্ড, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফেডারেশনের ভিতরের খবর, ভারত যাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পায় তার জন্য ইতিমধ্যেই ইতিবাচক সওয়াল করেছেন ফিফার মহাসচিব জেরোম ভালকে। ভারতে এই বিশ্বকাপ ফুটবল আনার ভগীরথ প্রফুল্ল পটেলের আশাবাদী মন্তব্য, “আশা করছি বিশ্বকাপ সংগঠনের দায়িত্ব আমরাই পাব।” |
|
|
|
|
|