কনফেডারেশন
কাপ ২০১৩
বিশ্বকাপের ড্রেস রিহার্সাল
শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের মহড়া— কনফেডারেশন কাপ।
টক্কর ব্রাজিল, ইতালি, স্পেনের মতো হেভিওয়েট দলের। |
গ্রুপ এ |
• ব্রাজিল— বিশ্বকাপের সংগঠক দেশ হিসাবে খেলছে। তিন বারের চ্যাম্পিয়ন।
সেরা বাজি— নেইমার (বার্সেলোনা)
• জাপান— অস্ট্রেলিয়াকে ১-০ হারিয়ে এশিয়া কাপ জিতে ছাড়পত্র পেয়েছে। একবারের ফাইনালিস্ট।
সেরা বাজি— শিনজি কাগাওয়া (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
• মেক্সিকো- উওর আমেরিকার গোল্ড কাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-২ হারিয়ে এসেছে। এক বারের চ্যাম্পিয়ন।
সেরা বাজি— জেভিয়ার হার্নান্দেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
• ইতালি— স্পেন একই সঙ্গে ইউরোপিয়ান ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় একটা স্লট ফাঁকা হয়ে যায়। ইউরোয় রানার্স হয়ে যে জায়গায় এসেছে আজুরিরা। কাপ এখনও অধরা।
সেরা বাজি— মারিও বালোতেলি (এসি মিলান)। |
|
গ্রুপ বি |
• স্পেন— বর্তমান বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। একবারের সেমিফাইনালিস্ট।
সেরা বাজি— ইনিয়েস্তা (বার্সেলোনা)
• নাইজেরিয়া— আফ্রিকান নেশনস কাপ জয়ী দল। ১৯৯৫ সালে কিং ফাহদ কাপে চতুর্থ।
সেরা বাজি— জন ওবি মিকেল (চেলসি)
• তাহিতি— ২০১২ ওসানিয়া নেশনস কাপ চ্যাম্পিয়ন। এ বারই অভিষেক।
সেরা বাজি— চং হুই (এস ড্রাগন)
• উরুগুয়ে— ২০১১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ১৯৯৭ সালের সেমিফাইনালিস্ট।
সেরা বাজি—লুইস সুয়ারেজ (লিভারপুল) |
|
শুরু ১৯৯৭ সালে। তার আগে সৌদি আরবে ‘কিং ফাহদ’ কাপ নামে হত এই টুর্নামেন্ট। আগে দু’ বছর অন্তর হলেও ২০০৫-এর পর থেকে চার বছর অন্তর বিশ্বকাপের সংগঠক দেশে হয় কনফেড কাপ। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছাড়া ছ’টি কনফেডারেশন চ্যাম্পিয়ন (ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া, ওসানিয়া) ও বিশ্বকাপের সংগঠক দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। |