তিনি নাকি ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন? তা হলে ব্যাট হাতে যাঁকে ইদানীং বেঙ্গালুরুর স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচে দেখা যাচ্ছে, তিনি কি রাহুল দ্রাবিড়ের ডামি? আজ্ঞে না, তিনি স্বয়ং রাহুল দ্রাবিড়ই।
এই তো সে দিনই খেলে গেলেন ইডেনে। ২৪ মে। আইপিএলের শেষ ম্যাচে। দু’মাস ধরে টি টোয়েন্টির রোলার কোস্টারে উথাল-পাথালের পর কোথায় একটু বিশ্রাম নেবেন, তা নয়, দু’সপ্তাহ পেরোতে না পেরোতেই প্যাড-আপ করে, ব্যাট হাতে নেমে পড়লেন ‘দ্য ওয়াল’। তাও আবার বেঙ্গালুরুর দ্বিতীয় ডিভিশন লিগে! ঝকঝকে এক হাফ সেঞ্চুরি করলেন এবং দলকে ইনিংসে জেতালেনও। রাহুল দ্রাবিড় বোধহয় কোনও দিনই ক্রিকেট ছাড়া থাকতে পারবেন না। |
কার্যত তা স্বীকারও করে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, “ক্রিকেটহীন জীবন সত্যিই বেশ কঠিন। তবে আমাকে অভ্যস্ত হতে হবে।” তাই বলে দ্বিতীয় ডিভিশন লিগে? প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, “ক্রিকেট জীবনের শুরুর দিকে, যখন নিয়মিত স্থানীয় লিগে খেলতাম, তখন কিরমানি, বিশ্বনাথ, রজার বিনিদেরও খেলতে দেখেছি। তাঁদেরই অনুসরণ করছি বলতে পারেন। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে খেলাটা যে উঠতি ক্রিকেটারদের কতটা উৎসাহ জোগায়, তা আমি খুব ভাল বুঝি। সেই জন্যই এখানে খেলছি। আমি ওদের সঙ্গে খেললে যদি ওরা উৎসাহ পায়, তা হলে তো ভালই। আমারও বেশ ভাল লাগছে ওদের সঙ্গে মাঠে নামতে। ক্রিকেটের মধ্যে থাকাও হয়। কিশোর, তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি।” বেঙ্গালুরুর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে এম এ টি আচার্য শিল্ডে খেলছেন রাহুল। গত শনি ও রবিবার নেমেছিলেন স্ট্যান্ডার্ড ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এনআরএ গ্রাউন্ডে। সেই ম্যাচে রাহুল ৬৯ রান করেন। তাঁর দল জেতে ইনিংস ও ৯১ রানে। এই ক্লাবেই খেলেন রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনিও। চার ম্যাচে আপাতত ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার পাঁচ নম্বরে রয়েছে ইউনাইটেড ক্রিকেট ক্লাব। রাহুলের ইচ্ছা, আরও কয়েকটা ম্যাচে খেলার। মাঠে নেমে দলকে লিগ তালিকায় সবার ওপরে নিয়ে যেতে পারবেন কি না জানা নেই, তবে বেঙ্গালুরুর স্থানীয় ক্রিকেটকে যে নিজের ছটায় উজ্জ্বল করে তুলেছেন, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
|