টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বরাবাজারের এক সিপিএম নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে বিডিও-র কাছে অভিযোগ জমা পড়েছে। বরাবাজারের তৃণমূল ব্লক সভাপতি সুদর্শন মাহাতোর অভিযোগ, “বৃহস্পতিবার বান্দোয়ান-বানজোড়া পঞ্চায়েতের কান্দোয়া গ্রামে ভোটের প্রচার করতে এসে সিপিএমের এক স্থানীয় নেতা টাকা বিলি করেন। গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলেন। তিনি কোনওক্রমে পালিয়ে যান। বিডিওকে অভিযোগ জানিয়েছেন তাঁরা।” বরাবাজার পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সিপিএমের প্রণব নিয়োগীর দাবি, “তৃণমূল আমাদের দলের নাম জড়িয়ে অপপ্রচার করছে। আমাদের দলের কেউ এ কাজ করেনি।” বরাবাজারের বিডিও অনিমেষকান্তি মান্না বলেন, “এ ধরনের একটি অভিযোগ জমা পড়েছ। ঠিক কি ঘটেছে এলাকায় গিয়ে তদন্ত করে দেখা হবে।”
|
কাজের বিনিময়ে সিউড়ির আয়কর দফতরের এক কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে বৃহস্পতিবার সিউড়িতে আসে সিবিআইয়ের লোকজন। আয়কর দফতরের ওই কর্মীকে সিবিআইয়ের লোকজন এ দিন হাতে নাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। জেলা ইনকাম ট্যাক্স অফিসার দীপককুমার দাস বলেন, “এক করদাতার অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের লোকজন এসেছেন। তাঁরা তাঁদের মতো তল্লাশি শুরু করেছেন। আমরা সহযোগিতা করছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না।” অভিযুক্ত ওই কর্মীর বাড়ি মুর্শিদাবাদে সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে।
|
মাঠের খালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রামপুরহাট থানার স্বাধীনপুর ও দাদপুর গ্রামের মাঝে ওই দেহটি মেলে। পুলিশ জানায়, বছর তিরিশের ওই অজ্ঞাতপরিচয় যুবকের দেহে ছুরির আঘাতের চিহ্ন আছে। তিনি একটি জিনস ও ছাপা রংয়ের জামা পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় মাপের দড়িও উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরে তাঁকে ছুরি দিয়েও কোপানো হয়। পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে।
|
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে বুধবার রাতে ধরা হয় সিউড়ি রেল ফুকো এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে পাইপগান, ধারালো অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। সিউড়ির হাটজন এলাকার কালু দাস, রিঙ্কু গৌড় ও কাঁকরতলার কুচে দাস নামে ওই তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার সিউড়ি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক জেলহাজতে রাখার নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম জানা গিয়েছে বলে পুলিশের দাবি।
|
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটৈি ঘটে দুবরাজপুরের পণ্ডিতপুরে। মৃতের নাম সুখেন বাগদি (৪৯)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও ভাবে কয়েকটি বাড়িতে কাপড় শুকনোর লোহার তারে বিদ্যুত্ সংযোগ হয়ে গিয়েছে। কাপড় শুকোতে গিয়ে কয়েক জন ছিটকে পড়ে যান। একই ভাবে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সুখেনবাবুর।
|
পেশায় ঠিকাদার হওয়াই আট জনের মনোনয়নপত্র বাতিল করল প্রশাসন। বুধবার পরীক্ষার পরে মুরারই ১ গ্রাম পঞ্চায়েত সমিতির নির্ধারিত ওই আট ঠিকাদারের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “ওই আট প্রার্থী ঠিকাদার হওয়াই নির্বাচন বিধি মেনে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।” পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেস থেকে পাঁচ জন ও তৃণমূল থেকে দু’জন মনোনয়ন জমা দিয়েছিলেন।
|
বাসের ছাদে করে যাওয়ার সময়ে রেল ফঁুকোর রেলিং মাথায় লেগে জখম হলেন তিন জন। দুর্ঘটনার পরে যাত্রী ও স্থানীয় লোকজন বাসে ভাঙচুর চালান, চালককে মারধর করেন ও রাস্তায় পাথর দিয়ে পথ অবরোধও করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিউড়িতে দুর্ঘটনাটি ঘটে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |