হোক না অগ্নিমূল্য। আজ যে বাড়িতে জামাই বরণ! বিষ্ণুপুরে
ফলের বাজার তাই ভরে উঠেছে। ছবি: শুভ্র মিত্র
জামাইষষ্ঠীর আগের দিন সন্ধ্যায় সিউড়ি বাসস্ট্যান্ডে ফলের দোকানে বিকিকিনি।—নিজস্ব চিত্র
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে সাঁইথিয়া স্টেশনের কিছুটা দূরে প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে গেল
শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সাঁইথিয়া স্টেশন ম্যানেজার উমাশঙ্কর রায় বলেন, “প্রথমে রামপুরহাট
থেকে একটি এঞ্জিন এনে ট্রেনটিকে সাঁইথিয়ায় নিয়ে আসা হয়। ডাউন আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা
এক্সপ্রেসকে ছেড়ে দেওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ছাড়া হয়।” —নিজস্ব চিত্র
একই দেওয়ালে যুযুধান দুই দল। বৃহস্পতিবার সিউড়ির আলুন্দা
পঞ্চায়েত এলাকায় ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
অন্য জেলা থেকে রামপুরহাট ও নলহাটিতে বাজারে প্রায় ৩০০ জন প্রতিদিন আম নিয়ে বাজারে আসেন।
আর বিক্রির পরে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার রামপুরহাটে। ছবি: সব্যসাচী ইসলাম
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.