বেআইনি ভাবে আটা বিক্রি, ধৃত |
রেশনের আটা নিজের দোকানে বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার কালনা ২ ব্লকের গোপালদাসপুর গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাম সমীর বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানায়, খাদ্য দফতর বিপিএল তালিকাভুক্তদের জন্য বিশেষ এক ধরনের আটা সরবরাহ করে। সেই আটা দোকানে বিক্রি করা নিষিদ্ধ। সমীরবাবুর দোকানে ওই আটা বিক্রি করা হচ্ছে খবর পেয়ে পুলিশ তার দোকানে তল্লাশি চালায়। কালনা ২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায় জানান, সিপিএমের ১২ জুলাই কমিটির রাজ্য সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের দাদা হল ধৃত ব্যক্তি।
|
২১ কিলোগ্রাম গাঁজা সমেত এক যুবককে বৃহস্পতিবার রাতে কালনা শহরের নিউ মধুবন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গৌতম মজুমদার। বাড়ি নবদ্বীপ এলাকায়। এ দিন সন্ধ্যায় নিউ মধুবন এলাকায় কালনা এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার খবর পায় পুলিশ। এর পরই ওসি অমিত মিত্র ঘটনাস্থলে পৌঁছয়। ধৃতকে জেরা করে ২১ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
|
মহকুমাশাসকের অফিসে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হল বৃহস্পতিবার। ছিলেন কালনা ও কাটোয়া মহকুমার দশ ব্লকের বিডিও-সহ ৯০ জন। প্রজেক্টর যন্ত্রের মাধ্যমে ব্যালট বাক্সে ভোট গ্রহণের পদ্ধতি-সহ নানা বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়াও এ দিন ছিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি।
|
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কাটোয়ার পলসোনা থেকে নির্মল মিত্র (২৫) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রে। পুলিশের অনুমান, পলসোনা গ্রামে এক আত্নীয়ের বাড়িতে এসে আত্মহত্যা করেন তিনি। পুলিশের ধারণা, প্রণয়ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।
|
মুণ্ডহীন অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার করল কাটোয়ার রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার হয় কাটোয়া ও বলগোনা ন্যারোগেজ লাইনের নিগন ও সাঁওতা স্টেশের মাঝে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |