গাড়ি চুরি, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
কেনার আগে পরখ করার অছিলায় শো-রুম থেকে একটি মোটরবাইক নিয়ে পালিয়েছিল এক যুবক। এক সপ্তাহ পরে মঙ্গলবার সেই যুবককে মোটরবাইক সমেত গ্রেফতার করল পুলিশ। ইঁদপুরের গোবিন্দপুর মোড় থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মনোরঞ্জন সোরেন। বছর কুড়ির ওই যুবকের বাড়ি তালড্যাংরা থানার বামুনধারা গ্রামে। পুলিশ জানিয়েছে, গত ৫ জুন ইঁদপুরের একটি মোটরবাইকের শো-রুমে ক্রেতা সেজে ভুয়ো নাম-ঠিকানা লিখে ওই যুবক একটি মোটরবাইকে কেনার কথা দোকানের কর্মচারীদের জানান। তার আগে মোটরবাইকটি একটু চালিয়ে নিতে চান। কিন্তু গাড়িটি বের করেই ঊর্ধ্বশ্বাসে তাঁকে বেরিয়ে যেতে দেখে কর্মীদের সম্দেহ হয়। পিছু ধাওয়া করেও তাঁরা ধরতে পারেননি। পরে থানায় অভিযোগ দায়ের হয়। |
খাতড়ায় খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
কীটনাশক খাইয়ে এক বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। খাতড়া থানার দেঁদুয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রুম্পা মাহাতো (২১)। মঙ্গলবার সকালে খাতড়া মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে দিন দুপুরে মৃতার বাবা রোহিণী মাহাতো পুলিশের কাছে জামাই সঞ্জয় মাহাতো ও বেয়ান প্রতিমা মাহাতোর বিরুদ্ধে মেয়েকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ দায়ের করেন। ঘটনার পরেই অভিযুক্তেরা পালিয়েছে। পুলিশ তাঁদের খুঁজছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল জামদা গ্রামের রুম্পার। মৃতার বাবার কথায়, “মঙ্গলবার জামাই ফোন করে জানায়, রূম্পা খুব অসুস্থ। খাতড়া হাসপাতালে গিয়ে দেখি মেয়েকে আনা হয়েছে। পরে সেখানেই তার মৃত্যু হয়।” |