বিদ্যুৎ দফতরে বিক্ষোভ বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লোডশেডিং, বেহাল বিদ্যুৎ পরিষেবা-সহ একাধিক অভিযোগে বিদ্যুৎ বণ্টন সংস্থার শাখা ম্যানেজারকে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাল জনতা। বুধবার দুপুরে সন্দেশখালির ন্যাজাট শাখায় ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল আসছে অনেকটাই বেশি। বিদ্যুৎকর্মীদের ব্যবহারও ভাল নয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবার উন্নতির বিষয়ে ডিভিশনাল ম্যানেজারের প্রসূন ভৌমিকের প্রতিশ্রুতিতে দুপুর আড়াইটে নাগাদ ঘেরাও মুক্ত হন স্টেশন ম্যানেজার প্রলয় বর্মন। প্রসূনবাবু বলেন, “আবাদ কুলিয়া ডাঙায় বিদ্যুতের লাইন টানার কাজে স্থানীয় বাসিন্দারা বাধার সৃষ্টি করায় সমস্যা বেড়েছে। সন্দেশখালি এলাকাতেও কিছু সমস্যা রয়েছে। আশা করা যায়, দ্রুত সমস্ত সমস্যার সমাধান করা যাবে।”
|
গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার কালিকাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম তানিয়া খাতুন (৭)। বাড়ি বসিরহাটের গৌরীভোজ গ্রামে। হাড়োয়ার কালিকাপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণে এসেছিল সে। স্থানীয় কাঁটারআঁটি মোড়ে অটো রিকশায় ওঠার জন্য দাঁড়িয়ে ছিল। ওই সময়ে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডোর তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
স্কুলে চুরি বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
গেটের তালা এবং দোতলার দু’টি দরজা ভেঙে চুরি হয়ে গেল বনগাঁ হাইস্কুলে। মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের ঘরের চারটি আলমারি ভেঙে নথিপত্র তছনছ করে দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে দু’টি কম্পিউটার। প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন, “স্কুলের নৈশ প্রহরী ওই রাতে ছিলেন না। ভোরে এসে তিনি গেট ও দরজার তালা ভেঙে দেখে খবর দেন। পুলিশে খবর দেওয়া হয়।” পুলিশ জানায়, কী কী খোয়া গিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বাড়ির পাশের গাছ থেকে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে বনগাঁর পাইকপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম রমাকান্ত বৈরাগী (২১)। তিনি বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তিতে আত্মঘাতী হয়েছেন তিনি।
|
অটো উল্টে মৃত্যু প্রৌঢ়ার |
বধূকে চিকিৎসক দেখিয়ে অটো করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল শাশুড়ির। বুধবার দুপুরে গোপালনগরের শ্রীপল্লি বাজারের কাছে বনগাঁ-বাজিতপুর সড়কে অটোটি উল্টে যায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রতিমা হাজরা (৫৫)। বাড়ি অম্বিকাপুর গ্রামে। পুলিশ জানায়, একটি কুকুরকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় প্রতিমাদেবীকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |