অভিযোগ আয়কর ফাঁকি দেওয়ার। যার পরিমাণ ৪০ লক্ষ ইউরো। আর তার জেরেই বাবা জর্জ হোরাসিওকে নিয়ে মামলার কবলে বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
আর্জেন্তিনা স্ট্রাইকারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০০৯ - এই তিন বছর আয়কর ফাঁকি দিয়েছেন তিনি এবং তাঁর বাবা। বুধবারই এই অভিযোগে রাকুয়েল আমাদো নামক জনৈক আইনজীবী মামলা দায়ের করেছেন উত্তর বার্সেলোনা শহরতলীর গাভা আদালতে। দোষী প্রমাণিত হলে জরিমানা-সহ ছয় বছরের কারাদণ্ড হতে পারে মারাদোনার দেশের এই তারকা ফুটবলারের।
যদিও দুনিয়া জুড়ে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেকে নির্দোষ দাবি করে মেসির বক্তব্য, “কোনও আর্থিক দুর্নীতি করিনি। আয়কর পরামর্শদাতার সঙ্গে কথা বলেই সব করই দেওয়া হয়েছে। যদি কোনও সমস্যা হয়ে থাকে তা হলে সে ব্যাপারে বক্তব্য জানাবেন আমার আয়কর পরামর্শদাতা।”
এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন মেসি। চোটের কারণে ইকুয়েডরের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচে মঙ্গলবার যদিও মাঠে ছিলেন না তিনি। মেসি না থাকায় জয়ও অধরা আলেখান্দ্রো সাবেয়ার দলের কাছে। কলম্বিয়ার পর এ বার ইকুয়েডরের বিরুদ্ধেও অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ করল আর্জেন্তিনা। ম্যাচের ফল ১-১। শেষ লগ্নে স্ট্রেচার বাহককে লাথি মেরে মাসচেরানো লাল কার্ড দেখায় ক্ষুব্ধ আর্জেন্তিনা কোচ সাবেয়া। যদিও ড্রয়ের পরেও গ্রুপ শীর্ষেই রয়েছে মারাদোনার দেশ। চোট এবং ইকুয়েডরের রাজধানী কিটোর সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতার জন্য এ দিন দলে ছিলেন না মেসি। তাঁর অনুপস্থিতিতে দলের আক্রমণ ভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তেছিল আগেরোর উপর। ম্যাচের শুরুতে চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন সেই আগেরোই। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্তিনা। তেরো মিনিট পরেই আর্জেন্তিনা রক্ষণের ফাঁকফোঁকড় কাজে লাগিয়ে কণার থেকে দুরন্ত হেডে সমতা ফেরান সেগুন্দো কাস্তিয়ো। এগিয়ে গিয়েও তিন পয়েন্ট না আসায় স্বভাবতই ক্ষুব্ধ সাবেয়া। বলছেন, “ছোটখাটো ভুলের জন্যই জিতে ফেরা হল না। মেসি না থাকার ফলে ভুগতে হয়েছে দলকে।” শুক্রবার প্রীতি ম্যাচে আর্জেন্তিনার প্রতিপক্ষ গুয়াতেমালা। সেই ম্যাচে যদিও শুরু থেকেই মেসি খেলবেন বলে জানিয়েছেন কোচ সাবেয়া। |