|
|
|
|
জেলা পরিষদ থেকে উধাও সিসা টাইপ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা পরিষদের ছাপাখানায় বেশ কিছু সিসা টাইপর হদিস পাওয়া যাচ্ছে না। এগুলো বাক্সে রাখা ছিল। সেই বাক্সই উধাও! এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা পরিষদের অন্দরে। নিয়মানুযায়ী, পুরনো সরঞ্জাম বিক্রি করতে হলে তা কর্তৃপক্ষকে জানাতে হয়। কিন্তু, এ ক্ষেত্রে কর্তৃপক্ষ একেবারে অন্ধকারে। জেলা পরিষদের সচিব বিপুল বিশ্বাস, সভাধিপতি অন্তরা ভট্টাচার্য থেকে অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী কারওরই জানা নেই, টাইপগুলো গেল কোথায়। বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক।
জানা গিয়েছে, জেলা পরিষদের ছাপাখানায় আগে ট্রেডল মেশিন ছিল। তখন সিসা টাইপেই যাবতীয় ছাপার কাজ হত। পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে অফসেট মেশিন আসে। তার পর থেকে সমস্ত সিসা টাইপ কয়েকটি বাক্সে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে ছাপাখানাতেই বাক্সগুলো ছিল। কিন্তু ক’দিন হল, তার হদিস নেই।
এ কথা জানতে পেরে বুধবারই জেলা পরিষদের সচিব বিপুল বিশ্বাসকে ফোন করেন অন্তরাদেবী। জানতে চান, বিষয়টি তাঁর জানা আছে কি না। সচিব জানান, এ ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। খোঁজ নেন অতিরিক্ত জেলাশাসকও। পরে তিনি তদন্তেরও নির্দেশ দেন। পাপিয়াদেবী বলেন, “ছাপাখানার কিছু সরঞ্জামের খোঁজ মিলছে না। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।” জানা গিয়েছে, ইতিমধ্যে ছাপাখানার কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছেন সচিব। জানতে চেয়েছেন, এ ব্যাপারে তাঁদের কিছু জানা আছে কি না। |
|
|
|
|
|