টুকরো খবর
ওয়ার্ড বাড়ছে মেদিনীপুরে, সিদ্ধান্ত বৈঠকে
২০ এবং ২১ নম্বর ওয়ার্ডকে ভেঙে আরও একটি নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব গৃহীত হল মেদিনীপুর পুরসভার বৈঠকে। এই প্রস্তাব জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। জুলাই মাসে পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। পাঁচ বছর আগে, ২০০৮ সালের জুন মাসেই মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়েছিল। সময় মতো ভোট হলে চলতি মাসেই নির্বাচন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। রাজ্য সরকার অবশ্য আগেই শহরে একটি ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো জেলা প্রশাসন পুরসভাকে প্রয়োজনীয় নির্দেশও দেয়। এখন মেদিনীপুরে ২৪টি ওয়ার্ড রয়েছে। সরকারের সিদ্ধান্তের ফলে তা বেড়ে ২৫টি হবে। তবে, কোন দু’টি ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরি হবে, সেই সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না পুরসভা। আগেও এ নিয়ে বোর্ড মিটিং হয়। তা সেই মিটিংয়ে কাউন্সিলরদের সহমত হয়নি। জানা গিয়েছে, মঙ্গলবার পুরসভার বোর্ড মিটিংয়ে উপস্থিত কাউন্সিলররা এ নিয়ে সহমত হয়েছেন। ঠিক হয়, ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডকে ভেঙে একটি নতুন ওয়ার্ড তৈরি হবে। এই দু’টি ওয়ার্ডের জনসংখ্যা প্রায় কুড়ি হাজার। এই প্রস্তাব পুর বৈঠকে গৃহীতও হয়। পুরপ্রধান প্রণব বসু বলেন, “২০ এবং ২১ নম্বর ওয়ার্ডকে ভেঙে একটি নতুন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের কাছে এই প্রস্তাব পাঠানো হচ্ছে। বোর্ড মিটিংয়ে এ নিয়ে সকলেই সহমত হন।”

সিবিআই অফিসার ভুয়ো পরিচয়ে ধৃত
নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিতেন এক ব্যক্তি। এমনকি অর্থ আদায়ও করতেন। অভিযোগ পেয়ে প্রদীপ সিংহ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি বেলদা থানার আমদায়। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ১৭ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশের তরফে ধৃতকে সাত দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের জন্য হেফাজতের আবেদন মঞ্জুর করে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জমির জাল কাগজপত্র তৈরি করতেন। পরে ওই কাগজপত্র দেখিয়ে জমি বিক্রিও করে দিতেন। ধৃতের বাড়ি থেকে কিছু কাগজপত্র বাজেয়াপ্তও করেছে পুলিশ। বেলদা থানার ওসি সুধাংশু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশের ধারণা, ওই ব্যক্তি একটি চক্রের সঙ্গে যুক্ত। ওই চক্রের আর কে কে জড়িত, দেখছে পুলিশ।

পাড়ায় প্রচার সভাধিপতির
পিংলায় অন্তরা ভট্টাচার্য। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
প্রচার। তবে একটু অন্য ভাবে। বুধবার সকালে বৃষ্টি হয়েছে। গ্রামের রাস্তায় জল জমে। দুপুরে সেই জলকাদা পেরিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। তিনি এ বারও সিপিএমের প্রার্থী হয়েছেন। বাড়ি পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচকে। বৃষ্টির মধ্যে সকালটা পরিবারের সঙ্গে কাটান। দুপুর হতেই বেরিয়ে পড়েন। সরাসরি ভোটপ্রার্থনা করা নয়। বরং বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিলেন, ‘কী খবর? বাড়ির সকলে ভাল তো? পরে জানতে চাইলেন, ‘রাস্তার সমস্যাটা মিটেছে? জলের কোনও সমস্যা নেই? ছেলের কোনও ক্লাস হল? পেনশন সময়ে পাচ্ছেন? এক-একজনকে এক-এক রকম প্রশ্ন। অন্তরাদেবীর কথায়, “এলাকার মানুষ খুব শান্তিপ্রিয়। আগে দু’বার পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছি। গত নির্বাচনে জেলা পরিষদে জিতেছি। আমার বিশ্বাস, এ বারও এলাকাবাসী আমার পাশে থাকবেন।” বসে নেই সভাধিপতির প্রধান প্রতিপক্ষ তৃণমূলের অজিত মাইতিও। বুধবার তিনি বুথ কর্মীদের নিয়ে সভা করেন। অজিতবাবুর কথায়, “বেশি সময় নেই। এখন বুথ কর্মীদের নিয়ে সভা করছি। শুক্রবার থেকে বাড়ি বাড়ি প্রচার করব।”

ডাকাতির আগেই ৭ দুষ্কৃতী গ্রেফতার
ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। সাত দুষ্কৃতী ধরাও পড়েছে। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের রবীন্দ্র ইনস্টিটিউটের কাছে। ধৃতেরা হল বি কেশব রাও, নাগু রাও, মহেশ শর্মা, দামোদর রাও, বুদ্ধু রাও, নেপাল যাদব এবং আর বাবু। এদের বাড়ি খড়্গপুর শহরের খরিদা, গোলবাজার এলাকায়। ধৃতদের বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাইয়ের নানা অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এ দিনও ডাকাতির জন্যই তারা জড়ো হয়েছিল।

শিশুশ্রম বিরোধী দিবস পালন স্কুলে
বুধবার পিঁড়াকাটা শিশু শ্রমিক স্কুলের উদ্যোগে শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হল। এর প্রধান উদ্দেশ্য হল, শিশু শ্রম যে অপরাধ তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যাতে কেউ নিজের ছোট্ট বাচ্চাকে কাজ করতে না পাঠায়। তার পরিবর্তে শিশু বিকাশের জন্য যেন স্কুলে পাঠায়। স্কুলের শিক্ষক গোপাল বসু বলেন, “শিশু শ্রমিক স্কুলে যে পড়াশোনার পাশাপাশি বৃত্তিরও ব্যবস্থা রয়েছে তা বেশিরভাগ মানুষই জানেন না। এই ধরনের উদ্যোগ সেই সচেতনতা বৃদ্ধিতে মানুষকে সাহায্য করবে বলেই আমাদের আশা।”

বৈঠক তৃণমূলের
ত্রিস্তর পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করল তৃণমূল। বুধবার ডেবরা ব্লকে এই বৈঠক হয়। ডেবরায় মোট তিনটি জেলা পরিষদের আসন রয়েছে। এর মধ্যে দু’টি জেলা পরিষদের আসন এবং সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের নিয়ে বৈঠক হয়। ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি রতন দে, জেলা পরিষদের প্রার্থী নির্মল ঘোষ, শেলিমা খাতুন প্রমুখ। একটি বৈঠক হয় বালিচকে। অন্যটি ডেবরায়। ব্লক সভাপতি রতন দে-এর কথায়, “প্রচারের কাজ শুরু হয়েছে। কী ভাবে কাজ এগোবে তা প্রার্থীদের জানানো হয়েছে।”

ডাইন প্রথা রোধে শিবির
ডাইন প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়তে বুধবার সন্ধ্যায় শিবির হল মেদিনীপুর সদর ব্লকের রাঘবচকে। এই উদ্যোগ জেলা পুলিশের। সম্প্রতি এই এলাকায় এক মহিলাকে ডাইন অপবাদ দিয়েছিল কয়েকজন মোড়ল। খবর পেয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করে পুলিশ। এরপরই এলাকায় একটি শিবির করার তোড়জোড় শুরু হয়। যাতে স্থানীয়দের মধ্যে এ নিয়ে সচেতনতা গড়ে তোলা যায়। পুলিশের বক্তব্য, সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এমন ঘটনা এড়ানো সম্ভব। সমাজের একাংশে কিছু ভুল ধারণা রয়েছে। এমন শিবিরের ফলে ওই ধারণা দূর হবে।

এসইউসি-র প্রতিবাদ
তমলুকে এসইউসি-র বিক্ষোভের ছবি তুলেছেন পার্থপ্রতিম দাস।
বারাসত ও নদিয়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল ও পথসভা করল এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও ও সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। বুধবার দুপুরে হলদিয়ার হাজরা মোড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতা-কর্মীরা। এর পরে মঞ্জুশ্রী মোড়ে পথসভাও করেন তাঁরা। এ দিন কাঁথি মহকুমাশাসকের দফতরের সামনেও বিক্ষোভ দেখায় এসইউসি-র ছাত্র-যুব ও মহিলা সংগঠন। মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভসভায় মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা নেত্রী রীতা প্রধান বলেন, ‘‘রাজ্য জুড়ে নারী নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা বাড়ছে। সরকার ও প্রশাসন হয় নিষ্ক্রিয় নয় অপরাধীদের আড়াল করছে। কখনও নেতা-মন্ত্রীরা নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.